নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ ট্যারান্টুলা আতঙ্ক অব্যাহত। পশ্চিম মেদিনীপুরের বেলদা, নারায়ণগড়, কেশিয়াড়ি, দাঁতন থেকে উদ্ধার হয় বেশ কয়েকটি রোমশ মাকড়সা। নারায়ণগড়ের ডিহিউপর গ্রামের বাসিন্দা রেবতী শূরকে শনিবার সকালে বিষাক্ত মাকড়সা কামড় বসায় বলে জানা গিয়েছে। তাকে খড়গপুর হাসপাতালে ভর্তি করার জন্য নিয়ে যাওয়া হয়েছে। গরম বাড়তেই মাকড়সার আবির্ভাব বাড়ে। বিশেষজ্ঞদের মতে গরম থেকে বাঁচতে বাইরে বেরিয়ে আসছে বিশেষ প্রজাতির এই মাকড়সা। শুক্রবার বৃষ্টির পর একাধিক জায়গা থেকে একাধিক মাকড়সা উদ্ধার হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে। শনিবার বেলদা ছোটমাতকৎপুর, নারায়ণগড়ের পাকুড়সেনী, দাঁতনের শাঁখারিবাজার, মির্জাপুর, কেশিয়াড়ি সিঞাকুলসহ বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হয়েছে জোড়া রোমশ মাকড়সা। কয়েকটি বন দপ্তর উদ্ধার করে। বাড়ির ভেতর ও বিছানার কাছ থেকে মাকড়সাগুলি উদ্ধার হওয়ায় ট্যারান্টুলা ভেবে আতঙ্ক ছড়াচ্ছে। যদিও প্রশাসন আতঙ্কের নিরসনে সচেতনতা শিবিরের আয়োজন করার সিদ্ধান্ত গ্রহন করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584