প্রতারণার কাঠগড়ায় অভিনেত্রী শ্রাবন্তী!

0
739

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

Srabanti Chatterjee | newsfront.co

কী, নড়েচড়ে বসলেন তো? নড়েচড়ে বসার মতোই একটি খবর। তবে, ধীরে ধীরে পড়ুন। অভিনেত্রী শ্রাবন্তীর অনুরাগী-ভক্ত সংখ্যা কম নয়৷ আর এই ভক্ত ঘিরেই যত গণ্ডগোল।

Aware alert | newsfront.co
শ্রাবন্তীর সতর্কবার্তার স্ক্রিনশট

শ্রাবন্তীর নামে একটি ফ্যান পেজ হাজির অনুরাগীদের সামনে। আর সেই পেজ থেকে চলছে প্রতারণার কাজ। অথচ এই পেজটি সম্বন্ধে বিন্দু বিসর্গও জানেন না শ্রাবন্তী।

তবে, পেজটি যে মক্কেলই খুলে থাকুক না কেন, তার বিরুদ্ধে শ্রাবন্তী সরব হয়েছেন নিজের সোশ্যাল পেজ-এ। শ্রাবন্তীর বক্তব্য, কেউ তাঁর নামে একটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভুয়ো ফ্যানপেজ বানিয়ে অনুরাগীদের কাছ থেকে টাকা তোলার চেষ্টা করছে।

screenshot | newsfront.co
অভিযুক্ত পেজের স্ক্রিনশট

আরও পড়ুনঃ সবটাই শ্রীলেখার কল্পনাপ্রসূতঃ অশোক ধানুকা

ভুয়ো অ্যাকাউন্ট-এর স্ক্রিন শট তুলে নিজের ফ্যানকূলকে এই ব্যাপারে সতর্ক করেছেন তিনি। সাবধান থাকতে বলেছেন নেটিজেনদের। পাশাপাশি পেজটি আন ফলো (Unfollow) করার অনুরোধ জানিয়েছেন তিনি সকলকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here