মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
এবার টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে একেবারে অন্যরূপে দেখা গেল তাঁর ইনস্টাগ্রাম পোস্টে। আদ্যাশক্তি রূপে শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সকাল থেকেই শ্রাবন্তীর ইনস্টাগ্রাম স্টোরি দেখে জোর চর্চায় নেটিজেনরা। এবার দেবী দূর্গার আরেক রূপ কালী অবতারে ধরা দিলেন শ্রাবন্তী। তাঁর পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, তাঁর গলায় জবার মালা ও অসুরের ছিন্ন মুণ্ড আর হাতে রয়েছে খড়গ। লাল শাড়িতে একেবারে মানানসই শ্রাবন্তী।

ছবির ক্যাপশনে তিনি চিত্রগ্রাহককে ধন্যবাদ জানিয়েছেন শুধুমাত্র। তবে পোস্টটিকে পাবলিক করেনননি শ্রাবন্তী। শ্রাবন্তীর লুক যে বহু মানুষকে অবাক করেছে, ছবির কমেন্টই তার প্রমাণ।
অন্যদিকে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে আবারও সংসার করার ইচ্ছে প্রকাশ করে গত মাসে আদালতের দ্বারস্থ হয়েছিলেন স্রোশন সিং। ১৪ জুলাই অর্থাৎ বুধবার সেই মামলার শুনানি ছিল। কিন্তু এদিন শ্রাবন্তীকে শিয়ালদহ কোর্ট চত্বরে দেখা যায়নি। এদিন শ্রাবন্তীর বদলে আদালতে হাজির ছিলেন তাঁর আইনজীবী।
আরও পড়ুনঃ পাভেলের ছবিতে অঙ্কুশ, তারকা তালিকায় বড় চমক
অপরদিকে, নিজের আইনজীবীকে নিয়ে শিয়ালদহ কোর্টে হাজির ছিলেন রোশন সিংও। শ্রাবন্তীর আইনজীবীর তরফে জানানো হয়, গত ১৮ জুন অভিনেত্রীকে যে সমন পাঠানো হয়েছিল, তা অসম্পূর্ণ। এ ব্যাপারে বুধবার দরখাস্তও করা হয় শ্রাবন্তীর আইনজীবীর তরফে। পাশাপাশি লিখিত জবাব দেওয়ার জন্য অভিনেত্রীর হয়ে এদিন আদালতের কাছে সময়ও চেয়ে নেন তাঁর আইনজীবী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584