বাঁকুড়াতে খুলছে শ্রীলেদার্সের নতুন শোরুম

0
619

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ

বাঁকুড়ার নতুন চটি বকুলতলা এলাকায় আগামীকাল সকাল ৮ টায় উদ্বোধন হবে শ্রীলেদার্স শোরুমের। তার আগে সাংবাদিক বৈঠক করল শ্রীলেদার্স কর্তৃপক্ষ।

Sreeleathers Show room | newsfront.co
বাঁকুড়ায় শ্রীলেদার্সের নতুন শোরুম। নিজস্ব চিত্র

রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে শ্রীলেদার্স সংস্থার শোরুম রয়েছে। তবে বাঁকুড়াতে এই প্রথমবার আগামীকাল শুভ উদ্বোধন হতে চলেছে শ্রীলেদার্স জুতো সংস্থার একটি নামিদামী শোরুমের। তার আগেই সাংবাদিক সম্মেলন করল শ্রীলেদার্স কর্তৃপক্ষ।

Soham Dagupta | newsfront.co
সোহম দাশগুপ্ত, কর্মকর্তা(বাঁদিক থেকে দ্বিতীয়)। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ কোচবিহারে ধূমধামের সাথে পূজিত হল সাইবাবার পূজা

আগামী দিনে বাঁকুড়া শহরবাসী উন্নত মানের নামিদামী জুতো, ব্যাগ, বেল্ট ইত্যাদি সংগ্রহ করতে পারবেন এই শোরুম থেকে। কলকাতার দামে হাতের কাছে বাঁকুড়াতেও এই সুযোগ পাওয়া, বাঁকুড়াবাসীর কাছে একটি বাড়তি পাওনা বলেই মনে করছেন সংস্থার কর্তৃপক্ষ।

সংস্থার পক্ষ থেকে জানানো হয় ভারতবর্ষের ৪০ নম্বর শোরুম বাঁকুড়া আগামীকাল উদ্বোধন হবে। বাঁকুড়াবাসীকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন কর্তৃপক্ষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here