নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
চিনের বেশ কয়েকটি অ্যাপ বয়কট করেছে ভারত সরকার। তার মধ্যে অন্যতম একটি টিকটক। এই টিকটক করে নেটিজেন শুধু নয় মাঝবয়সি মানুষের মধ্যেও টাকা কামানোর প্রবণতা দেখা যাচ্ছিল বেশ কিছুদিন ধরে। তবে, আর নয়। সেই টিকটক জোয়ারে ভাটা আনল ভারত সরকার। নিষিদ্ধ হল অ্যাপটি। টিকটকের জোয়ারে গা ভাসানোয় অভ্যস্ত হয়ে পড়েছিলেন সেলেবকূলও। আর এখানেই যত বিপত্তি।
আমফান পরিস্থিতিতে বসিরহাটের সাংসদ নুসরত জাহান ত্রাণ নিয়ে অসহায়দের পাশে দাঁড়ানোর পরিবর্তে টিকটক করেছেন। আর তাতে চরম সমালোচনারও শিকার হয়েছেন তিনি। নিজের দোষ ঢাকতে অনেক ‘ অযৌক্তিক’ যুক্তিও খাড়া করেছেন তিনি।
এবার শিকার হলেন ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় অভিনেত্রীর দ্বারা। তবে, তিনি একা নন তাঁর সঙ্গে জুড়েছে তাঁর প্রাণপ্রিয়া বান্ধবী মিমির নামও। অভিনেত্রী শ্রীলেখা মিত্র জনৈক ব্যক্তির একটি পোস্ট শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়া পেজ-এ।
আরও পড়ুনঃ ৬ জুলাই থেকে নেতাজি’র সময়ে ‘কাদম্বিনী’
শুভদীপ নামের জনৈক ব্যক্তি তাঁর নিজের সোশ্যাল মিডিয়া পেজে লিখেছেন “টিকটক বন্ধ!! যাদবপুর বা বসিরহাটের মানুষ তাদের সাংসদদের তা হলে কোথায় দেখতে পাবেন?” শুভদীপের এই পোস্টটির সঙ্গে একটি ক্যাপশন ঝুলিয়ে পোস্ট করেছেন শ্রীলেখা। শ্রীলেখা লিখেছেন “আহারে শুনে আমার চোখে জল চলে এল @Subhodeep”… এই পোস্ট শ্রীলেখার স্বরচিত না হলেও তিনি যেসব মিমি এবং নুসরতের দিকে ছুঁড়ে দেওয়া মন্তব্যের সমর্থক তার প্রমাণ পাওয়া গেল তাঁর পোস্টটি শেয়ার করার কারণে।
আরও পড়ুনঃ আগামী পাঁচ বছরে পঞ্চাশটি ছবি তৈরির প্রয়াস
দিনকয়েক আগে অশোক ধানুকা, ঋতুপর্ণা সেনগুপ্ত, প্রসেনজিৎ চ্যাটার্জি, স্বস্তিকা মুখার্জির দিকে স্বজনপোষণের কড়া আঙুল উঁচিয়েছিলেন তিনি। এবার একটু অন্যরকমের প্রতিবাদী তিনি। শ্রীলেখা মিত্র’র এই হঠাত প্রতিবাদী হয়ে ওঠার প্রবণতাকে অনেকে সমর্থন করছে অনেকে আবার খণ্ডন করছে। এবার পাল্টা জবাবের অপেক্ষা নুসরত আর মিমির তরফ থেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584