দ্বিতীয় ছবিতে পিসিকে কাস্ট করলেন শ্রীলেখা, নায়িকা অমৃতা

0
290

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও বেশ সক্রিয় হয়ে উঠেছেন শ্রীলেখা মিত্র। তিনি তাঁর আগামী ছবিতে নিজের পিসি তপতী দাসকে মুখ্য চরিত্রাভিনেত্রী হিসেবে ঘোষণা করেছেন।শ্রীলেখা পরিচালিত প্রথম ছবি ‘বিটার হাফ’-এর কাজ বেশ কিছু দিন হল শেষ হয়েছে। রবিবার দুপুরে তিনি প্রকাশ্যে আনলেন তাঁর পরবর্তী ছবির দুই অভিনেত্রীর নাম। শ্রীলেখার আগামী ছবিতে ৭০ বছর বয়সি এক মায়ের ভূমিকায় অভিনয় করবেন তাঁর পিসি। পিসির মেয়ের ভূমিকায় অমৃতা চট্টোপাধ্যায়।

sreelekha mitra | newsfront.co
শ্রীলেখা মিত্র
amrita chattopadhyay | newsfront.co
অমৃতা চট্টোপাধ্যায়

সূত্রের খবর অনুযায়ী, অভিনেত্রী-পরিচালকের বাবা এবং পিসির জীবন এই ছবির অনুপ্রেরণা। তাঁদের একাকীত্বই এই ছবির মূল বিষয়। পিসেমশাই অনেক দিন মারা গিয়েছেন। পিসির একটিই মেয়ে। ছবিতে অভিনয় নিয়ে ইতিমধ্যেই পিসিকে নানান টিপস দিচ্ছেন শ্রীলেখা। লকডাউন উঠলে তিনি নাকি পিসিকে কর্মশালাতেও পাঠাবেন অভিনয়কে শক্তিশালী করে তোলানোর জন্য।

tapasi das | newsfront.co
তপতী দাস

আরও পড়ুনঃ রানির সঙ্গে হিন্দি ছবিতে অনির্বাণ

পাশাপাশি ছবির নায়িকা হিসেবে কোনও গ্ল্যামারাস নায়িকা চাননি তিনি। সাদামাটা, ছিমছাম একজন অভিনেত্রী চেয়েছেন। শ্রীলেখার বিশ্বাস অমৃতা তেমনই এক অভিনেত্রী। লকডাউন উঠলে ছবিটির কাজে হাত দেবেন শ্রীলেখা। কলকাতা ও কলকাতার বাইরে শুটিং হওয়ার কথা এই ছবির।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here