অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
ফিক্সিং কলঙ্কে অভিযুক্ত হয়ে দীর্ঘদিন নিষেধাজ্ঞা কাটিয়েছেন। সেই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর ২২ গজে প্রথম কোনো টুর্নামেন্টে নামছেন টিম ইন্ডিয়ার একসময়ের তারকা পেসার শান্তাকুমারন শ্রীশান্ত।
কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (কেসিএ) প্রথম টি-২০ টুর্নামেন্টে তাকে বল হাতে দেখা যাবে। ১৭ ডিসেম্বর থেকে কেসিএ প্রেসিডেন্টস কাপ শুরু হওয়ার কথা। তবে এই টুর্নামেন্ট এখনও সরকারি অনুমতি পায়নি। তবে শীঘ্রই অনুমতি পাওয়ার আশা করছে সংশ্লিষ্টরা।
আরও পড়ুনঃ আইএসএলের প্রথম ডার্বিতে মুখ থুবড়ে পড়ল অনভিজ্ঞ ইস্টবেঙ্গল
শ্রীশান্ত ২০১৩ সালের মে মাসে শেষ কোনো প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে খেলেছিলেন। ওই বছরই তিনি আইপিএলে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে অভিযুক্ত হয়ে শাস্তি পেয়েছিলেন। ২০১৯ সালে শ্রীশান্তের আজীবন নির্বাসন কমে ৭ বছর করা হয়েছিল। চলতি বছরের সেপ্টেম্বরে নির্বাসনের মেয়াদ শেষ হয়েছে। তারপরই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে চায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584