নিজস্ব সংবাদদাতা, দমদমঃ
ইংরেজি মাধ্যমে পড়াশোনা করে অনেক অর্ধশিক্ষিত তৈরি হয় যারা বাংলা বানান শুদ্ধ ভাবে লিখতে পারেনা, রচনা লিখতেও যাদের বানান ভুল হয়। রাজ্যের কারিগরি প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন বিভাগের মন্ত্রী পূর্ণেন্দু বসু এবিষয়ে বললেন –
“আমরা মন্ত্রী সভায় ঠিক করেছি, যে স্কুল ছাত্র-ছাত্রীদের একটা নির্দিষ্ট সংখ্যা বজায় রেখে, কতটা অঞ্চল জুড়ে শিক্ষা বিস্তারের কাজ করবে, চাইলে তারা ইংরেজি মাধ্যমে রূপান্তরিত হতে পারে। সরকার কোন খবরদারি না করে মানুষের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে ” ।
২৯ সেপ্টেম্বর দমদম শ্রী অরবিন্দ বিদ্যামন্দির-এর ইংরেজি মাধ্যমে উন্নীত হওয়ার উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে পূর্ণেন্দু বসু ছাড়া উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ দোলা সেন, দমদমের সাংসদ সৌগত রায়, প্রাক্তন আই.এ. এস. ডঃ এ . কে. মহাপাত্র প্রমুখ । মন্ত্রী এও বলেন, মাতৃভাষায় পিছিয়ে থাকলে ইংরেজি মাধ্যমে গিয়েও পিছিয়ে পড়তে হয়। তিনি স্কুল কর্তৃপক্ষকে মাতৃভাষার মানোন্নয়নের পাশাপাশি ইংরেজিতে দক্ষতা বৃদ্ধির জন্য অনুরোধ করেন। সাংসদ দোলা সেন বলেন, সিলেবাসের পরিমার্জনের জন্য বর্তমান ছাত্র ছাত্রীরা অনেক পুরানো ধারণা ও বিষয়বস্তু সম্পর্কে অবহিত হতে পারছে যা খুবই আনন্দের বিষয়। সব দিক খতিয়ে দেখে বর্তমান শিক্ষা দপ্তর সংশ্লিষ্ট স্কুলকে ইংরেজি মাধ্যমে উন্নীত হওয়ার অনুমোদন দেওয়ায় তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। প্রধান শিক্ষক অসীম কুমার নন্দ জানান, বর্তমানে ইংরেজি পঠন- পাঠনের জন্য পঞ্চম থেকে দশম শ্রেণীর অনুমতি পাওয়া গেছে। তাঁদের স্কুল রাজ্যের মধ্যে তৃতীয় সরকারি পোষিত ইংরেজি মাধ্যমের তকমা পাওয়ায় সকলকে ধন্যবাদ জানান । তাঁদের এই পঠন-পাঠনের মাধ্যমে প্রান্তিক ছাত্রছাত্রীরা অগ্রাধিকার পাবে বলে তিনি জানিয়েছেন।
এদিন সান্ধ্য কালীন অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গণ ছিল মুখরিত। সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে মুহূর্তকে স্মরণীয় করে রাখে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্রধান শিক্ষক ছাড়াও দমদম পুরসভার কাউন্সিলর অমিত পোদ্দার, কস্তুরী চৌধুরী, পরিচালন সমিতির সভাপতি সত্যব্রত সাঁতরা, বিশিষ্ট শিক্ষক বলরাম সামন্ত সহ অন্যান্য শিক্ষাবিদেরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ নিজস্ব আঙ্গিকে নওদায় রায়বেঁশে নৃত্যের প্রদর্শন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584