স্পোর্টস ডেস্কঃ
নিউজিল্যান্ডের বিরুদ্ধে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে পরাজয়ের মুখে শ্রীলঙ্কা।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত এই টেস্টের তৃতীয় দিনের শেষে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের স্কোর ২ উইকেটে ২৪। একটি করে উইকেট নিয়েছেন বোল্ট ও টিম সাউদি। জয়ের জন্য এখনও প্রয়োজন পাহাড়সম ৬৩৬। এইলক্ষ্যমাত্রা অর্জন করতে গেলে অসম্ভবকে সম্ভব করতে হবে, লিখতে হবে নতুন ইতিহাস।
প্রথম ইনিংসে লাকমলের গতির সামনে ১৭৮ রানে গুটিয়ে গেলেও দ্বিতীয় ইনিংসে লাথামের বড় সেঞ্চুরিতে(১৭৬) ৪ উইকেটে ৫৮৫ রানের বিশাল স্কোর খাড়া করে ইনিংস ডিক্লেয়ার করে দেয় নিউজিল্যান্ড। বোল্টের দাপটে (৩০/৬ উইকেট) প্রথম ইনিংসে মাত্র ১০৪ রানে গুটিয়ে যাওয়ায় জয়ের জন্য শ্রীলঙ্কার সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৬৬০।
(ছবি সৌজন্যে-https://twitter.com/Sony_Cricbuzz/status/1078524014371487745?s=19)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584