শুরু হল ‘X=PREM’- এর শুটিং, নিউ নর্মাল আবহে হয়ে গেল শুভ মহরত

0
126

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

শুভ মহর‍ত হয়ে গেল সৃজিত মুখার্জির আগামী ছবি ‘এক্স ইক্যুয়ালস টু প্রেম’-এর। মঙ্গলবার প্রযোজনা সংস্থা এসভিএফ-এর অফিসে আয়োজিত পুজোয় উপস্থিত ছিলেন ছবির অভিনেতা-অভিনেত্রী, কলাকুশলী, প্রযোজনা সংস্থার সদস্য সহ পরিচালক স্বয়ং। মহরতের সুন্দর সব ছবি তুলে সোশ্যালে দিয়েছেন সৃজিত মুখার্জি। সৃজিত লিখেছেন, “যাত্রা শুরু। নতুন ছবির নিউ নর্ম্যাল মহরত।”

X Prem | newsfront.co
ছবি সৌজন্যেঃ সৃজিত মুখার্জির ফেসবুক পেজ

কারা রয়েছেন সৃজিতের এই আগামী ছবিতে? ইন্ডাস্ট্রির নতুন মুখ অনিন্দ্য সেনগুপ্ত, শ্রুতি দাস এবং এই মুহূর্তের ব্যস্ত অভিনেতাদ্বয় অর্জুন চক্রবর্তী এবং মধুরিমা বসাক সহ আরও অনেকে। মধুরিমা এবং অর্জুনও এই ছবির হাত ধরেই প্রথম গাঁটছড়া বাঁধছেন সৃজিতের সঙ্গে।

আরও পড়ুনঃ ‘এসভিএফ’-এর পাঁচফোড়ন! পাঁচটি নতুন ছবির মুক্তির দিন ঘোষণা করল সংস্থা

Srijit Mukherjee | newsfront.co
ছবি সৌজন্যেঃ সৃজিত মুখার্জির ফেসবুক পেজ

পরিচালকের ছবি ‘অতি উত্তম’-এর পরে আরও এক বার এই ছবির গানের দায়িত্ব সামলাবেন সপ্তক সানাই দাস। এস ভি এফ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে ২০২২-এর ৪ ফেব্রুয়ারি দর্শক দরবারে আসবে এই ছবি।

আরও পড়ুনঃ “আমি নায়িকা হতে আসিনি, অভিনেত্রী হতে এসেছি”, অপমানজনক নিউজ ফিডের জবাব শ্রুতির

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here