বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ভারতীয় ওয়েব সিরিজ ‘রে’

0
83

নিজস্ব সংবাদদাতা, বিনোদন ডেস্কঃ

চলতি বছরে নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত চারটি স্বল্পদৈর্ঘ্যের ছবির সংকলন ‘রে’ -এর নাম উঠে এলো বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘এশিয়া কনটেন্ট আওয়ার্ড’-এর সেরার তালিকায়। তাছাড়া এই ওয়েব সিরিজের একটি গল্পে অভিনয়ের জন্য সেরা অভিনেতার মনোনয়ন পেলেন বলিউডের আলি ফজল।

Srijit Mukherjee Ray

সত্যজিৎ রায়ের চারটি ছোটো গল্প নিয়ে বানানো এই ওয়েব সিরিজের দুটি ছবি বানিয়েছেন সৃজিত মুখার্জি। ‘বিপিন চৌধুরীর স্মৃতিভ্রম’ অবলম্বনে ‘ফরগেট মি নট’ এবং ‘বহুরূপী’ গল্প অবলম্বনে ‘বহুরুপিয়া’ বানিয়েছেন সৃজিত। বাকি দুটি ছবির মধ্যে অভিষেক চৌবে বানিয়েছেন ‘হাঙ্গামা হ্যায় কিঁউ বরপা’, যা ‘বারিন ভৌমিকের ব্যারাম’ গল্প অবলম্বনে ও ‘স্পটলাইট’ গল্পের নাম অপরিবর্তিত রেখে ভাসান বালা একটি ছবি বানান।

আরও পড়ুনঃ এবার রানু মণ্ডলের কণ্ঠে শোনা গেল ইয়োহানির ‘মানিকে মাগে হিথে’, ভাইরাল ভিডিও

সৃজিতের ‘ফরগেট মি নট’-এর জন্য মনোনীত হয়েছেন আলি ফজল। সমালোচকদের কাছে যথেষ্ট প্রশংসা পেয়েছিলেন ঈপ্সিত নায়ারের চরিত্রে আলি ফজলের অভিনয়। মনোনীত হওয়ার খবর শোনার পর আলি জানান, “এই বছর এশিয়া কনটেন্ট আওয়ার্ডে এত ভালো ভালো ছবি এবং তাবড় শিল্পীদের মাঝে নিজের নাম দেখে অত্যন্ত আনন্দিত”।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here