আসালঙ্কা-রাজাপক্ষতে বাংলাদেশের জয়ের স্বপ্ন শেষ

0
37

শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ

শুরুতেই আঘাত হানলেন নাসুম আহমেদ। কুশল পেরেরাকে দ্রুত ফেরানোয় মনে হচ্ছিল শ্রীলঙ্কার জন্য ১৭২ রানের লক্ষ্যমাত্রটা কঠিনই হয়ে গেল। কিন্তু তিন নম্বরে নেমে চারিথ আসালঙ্কা আশা দেখালেন শ্রীলঙ্কাকে। বাঁ হাতি এই ব্যাটসম্যান একপ্রাপ্তে দাঁড়িয়ে থেকে রীতিমতো গুড়িয়ে দিলেন বাংলাদেশের বোলিংকে। মাঝখানে সাকিব আল হাসানের জোড়া আঘাতে মনে হচ্ছিল বাংলাদেশ খেলায় ফিরল। কিন্তু আসালাঙ্কাই ভানুকা রাজাপক্ষের সঙ্গে জুটি গড়ে ম্যাচটা বাংলাদেশের কাছ থেকে বের করে নিয়ে গেলেন দুর্দান্তভাবেই। ১৭১ রান করেও সুপার টুয়েলভের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৭ বল বাকি থাকতে ৫ উইকেটে হারল বাংলাদেশ।

Charith Asalanka
লঙ্কানদের জয়ের নায়ক আসালঙ্কা

বোলিংটা ভালো হয়নি। নাসুম আহমেদ, মাহমুদউল্লাহ, সাইফউদ্দিন—তিনজনই ছিলেন ভীষণ খরুচে। মেহেদী কিছুটা সমীহ জাগালেও সেটি যথেষ্ট ছিল না। সাকিব আশা জাগিয়েছিলেন, দুই উইকেটও নিয়েছেন। কিন্তু তাঁর সঙ্গীরা তাঁর ছিঁটেফোটাও দেখাতে পারেননি। মোস্তাফিজও আশা অনুযায়ী বোলিং করতে পারেননি। লিটন দাসের দুটি সহজ ক্যাচ মিস—সব মিলিয়ে ব্যাটিংয়ে স্কোরবোর্ডে ১৭১ রান তোলার পর বাকি দিনটা বাংলাদেশের ছিল না মোটেও।

আসালঙ্কা আর রাজাপক্ষে হেসেখেলেই বাংলাদেশের কাছ থেকে ম্যাচ বের করে নিয়েছেন। এর আগে পাওয়ার প্লে’তে ৫৪ রান তুলে রান তাড়ায় অনেকটাই এগিয়ে গিয়েছিল শ্রীলঙ্কা। ৭৯ রানে ৪ উইকেট হারানোর পর শ্রীলঙ্কা আসালাঙ্কা আর রাজাপক্ষের কাঁধেই সওয়ার। এর সঙ্গে যুক্ত হয়েছিল এলোমেলো বোলিং।

আরও পড়ুনঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে সহজ জয় পেল ইংল্যান্ড

পঞ্চম উইকেট জুটিতে আসালাঙ্কা আর রাজাপক্ষে ৫২ বলে ৮৬ রানের জুটি গড়েন। আসালাঙ্কার ইনিংসটি ছিল ৪৯ বলে ৮০ রানের। রাজাপক্ষের উইকেটটি শেষ দিকে নাসুম নিয়েছিলেন ঠিকই, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। আউট হওয়ার আগে ৩১ বল খেলে ৫৩ করেছেন তিনি। ১৬ তম ওভারে সাইফউদ্দিনের বলে ২২ রান তুলেই ম্যাচে যাবতীয় উত্তেজনাটা আসলে শেষ করে দিয়েছিল লঙ্কানরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here