ধরা পড়লেন টলিপাড়ার নতুন প্রেমিক জুটি

0
3150

নবনীতা দত্তগুপ্ত, কলকাতাঃ

কানাঘুষোও শোনা যায়নি সেভাবে। দুজনে এতটাই ছুপা রুস্তম। অথচ দুজনেই বেশ ভালোরকমের হাসিখুশি, প্রাণ খোলা। কথা বলেন মন খুলে৷

Srima and Gaurav | newsfront.co
শ্রীমা-গৌরব। ছবিঃ ফেসবুক

‘ঢাক ঢাক গুড় গুড়’ ব্যাপারটা নেই কারো মধ্যেই। সুতরাং ‘ইন্ট্রোভার্ট’ শব্দটা যায় না ওঁদের সঙ্গে। কিন্তু খুব যত্ন করে লুকিয়ে রেখেছিলেন নিজেদের সম্পর্কের কথা। কাদের কথা বলছি টেলিদর্শক খুব ভালোই বুঝতে পারছেন।

Gaurav Ray Chowdhury | newsfront.co
গৌরব রায়চৌধুরী। ছবিঃ ফেসবুক

গৌরব রায়চৌধুরী এবং শ্রীমা ভট্টাচার্য। রঙের উৎসবে সকলের জন্য শুভেচ্ছাবার্তা দিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন শ্রীমা ভট্টাচার্য। তা দেখেই শ্রীমার ফ্যানকূল নড়েচড়ে বসেছে। কমেন্ট বক্স প্রতি মিনিটে বাড়ছে।

দুজনে মিলে একটি ভিডিও আপডেটও দিয়েছেন। সেখানে তাঁরা সকলকে তাঁদের মনের মানুষকে প্রেমের লাল রং লাগাতে অনুরোধ করেছেন। আর বলেছেন রামধনুর সাতটি রং গায়ে মাখতে।

Srima Bhattacharjee | newsfront.co
শ্রীমা ভট্টাচার্য। ছবিঃ ফেসবুক

গৌরব এই মুহূর্তে ব্যস্ত ‘ত্রিনয়নী’ ধারাবাহিক নিয়ে। শ্রীমা’ও ওয়েব সিরিজ নিয়ে ব্যস্ত। দুজনেই টেলিপর্দার পরিচিত এবং জনপ্রিয় মুখ। ফ্যান ফলোয়ারের অন্ত নেই তাঁদের।

আরও পড়ুনঃ ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’-তে ইমনের এক ঝলক

শ্রীমা অভিনীত ধারাবাহিক ‘জামাইরাজা’, ‘মহাপ্রভু শ্রী চৈতন্য’ দর্শক সযত্নে মনে রেখেছেন। আর গৌরব তো ইন্ডাস্ট্রির বেশ অনেকদিনের প্রতিনিধি। তাঁর ধারাবাহিকের সংখ্যা নির্ণয় করা বেশ সময়সাপেক্ষ।

তাই নতুন এবং সুখবরটি দিয়ে দিলাম চটজলদি। তবে, এই মুহূর্তে তিনি দৃপ্ত চরিত্রে মন মাতাচ্ছেন দর্শকের।
ওঁদের সম্পর্কের রসায়ণ নিয়ে আরও কথা হবে। কথা দিলাম।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here