মায়াপুর – ইসকনের পরিচালনায় শ্রীমদ্ভগবদগীতার সেট বিনামূল্যে বিতরণ

0
58

শ্যামল রায়, নদীয়াঃ

বৃহস্পতিবার সারাদিন ধরে শ্রী মায়াপুর ইসকনের পরিচালনায় নদীয়া জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শ্রীমদ্ভগবদগীতার সেট বিনামূল্যে বিতরণ করা হয়।শ্রীমদ্ভগবদগীতা বিতরণ কেন? এই প্রসঙ্গে ইসকনের অন্যতম ভক্ত অলয় গোবিন্দদাস জানান যে ইসকনের অন্যতম মহারাজ শ্রী জয়পতাকা স্বামী মহারাজের সন্ন্যাস গ্রহণের ৫০বছর পূর্তি উৎসব চলছে।

iskon | newsfront.co
নিজস্ব চিত্র

সন্ন্যাস গ্রহণের পূর্তি উৎসব উপলক্ষে শ্রী জয়পতাকা গোস্বামী মহারাজের ইচ্ছে এই ভাদ্র মাস ধরে বিভিন্ন ক্লাব লাইব্রেরী এবং বই সংরক্ষিত কেন্দ্রে শ্রীমদ্ভগবদগীতা প্রদান করা হয়েছে, যাতে মানুষ পড়তে পারেন। তার জন্য এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয় এদিন। কৃষ্ণনগর, চৈতন্য ভূমি নবদ্বীপ ধামের ভারত সেবাশ্রম সংঘ পাবলিক লাইব্রেরী নবদ্বীপবড়াল ঘাট আদর্শ পাঠাগার প্রভৃতি লাইব্রেরীতে শ্রীমদ্ভগবদগীতা প্রদান করা হয়েছে।

আরও পড়ুনঃ ফের চালু হল ফালাকাটার কাশিয়াবাড়ি হাট

এই কর্মযজ্ঞে উপস্থিত ছিলেন শান্তা গৌরাঙ্গ দাস ও প্রেম অবতার দাস। ঈশ্বরের অন্যতম কর্ণধার অলয় গোবিন্দদাস জানিয়েছে যে, “মানুষের সেবা করার অন্যতম কাজ হচ্ছে ধর্ম। শ্রীমদ্ভগবদগীতা প্রদানের মধ্যে দিয়ে আমরা সেই কাজটি করে যাচ্ছি আমাদের পরম প্রিয় শ্রদ্ধেয় শ্রী জয়পতাকা স্বামী মহারাজের আদর্শে অনুপ্রাণিত হয়ে শ্রীমদ্ভগবদগীতা প্রদান করা চলছে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here