জুনের গালে সপাটে চড়!

0
829

নবনীতা দত্তগুপ্ত, কলকাতাঃ

অন্য হাওয়া বইতে শুরু করেছে শ্রীময়ীর জীবনে। প্রায় ২৬ টি বছর পর রোহিত সেনের সঙ্গে ফের দেখা শ্রীময়ীর। কলেজজীবনে শ্রীময়ীর প্রতি রোহিতের ক্রাশ থাকলেও শ্রীময়ীর ছিল না। আজও নেই।

episode of srimoyee | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

রোহিতের প্রতি শ্রদ্ধা আর সম্মানটুকুই সম্বল শ্রীময়ীর। কিন্তু এই গোটা ব্যাপারটিকে যে জুন আন্টি অন্য মানে দেবে তা কি আর বলার অপেক্ষা রাখে? আর হলও তাই।

srimoyee serial | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

শ্রীময়ীর জীবনটা কাজে কর্মে ভরিয়ে দিতে চায় রোহিত। কলেজের রি-ইউনিয়ন স্বরূপ সকলে মিলে শান্তিনিকেতন যাচ্ছে দোল খেলতে। প্রস্তুতি শুরু হয়েছে সকলের তরফে। শ্রীময়ীর স্কুলের প্রিন্সিপালও যাচ্ছে।

srimoyee todays episode | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

আরও পড়ুনঃ আজ আসবে ‘দ্য পার্সেল’

তাই শ্রীময়ী শত চেষ্টা করেও যাওয়ার ব্যাপারটা এড়িয়ে যেতে পারেনি। রোহিত শান্তিনিকেতনে অনাথ শিশুদের নিয়ে যেতে চায় ওদের মধ্যে আনন্দের রং ছড়িয়ে দিতে। আর ওদের সামলে রাখার ভার শ্রীময়ী ছাড়া আর কে নেবে শুনি?

কিন্তু জুন এক অত্যন্ত বাজে কথা শ্রীময়ীকে বলে বসে৷ তার বক্তব্য শ্রীময়ী রোহিতের রক্ষিতা হয়ে বিদেশে যাচ্ছে। আর এই কথা শুনেই জুনের গালে সপাটে একটি নয়, দু-গালে দুটি চড় কষায় শ্রীময়ী।

আজ এই ঘটনাতেই জমে উঠবে সন্ধে ৭ টার স্লট। সুতরাং আজ মিস করলে চলবে না ‘শ্রীময়ী’।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here