নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
লকডাউনের জেরে ধারাবাহিকের নতুন পর্বের টেলিকাস্ট বন্ধ। সেই জায়গায় দাঁড়িয়ে টেলিপ্রেমীদের জন্য এক জবর খবর নিয়ে হাজির স্টার জলসা।
আজ থেকে স্টার জলসার পর্দায় ধারাবাহিক ‘শ্রী রামকৃষ্ণ’। তবে, আগেও এই ধারাবাহিকের দৌলতে তাঁর জীবননামা আত্মস্থ করেছেন টেলিদর্শক। এবার আরও একবার। প্রথমে গদাই ওরফে গদাধর চট্টোপাধ্যায়কে চেনাবে এই ধারাবাহিক। এরপর আস্তে আস্তে তাঁর শ্রী রামকৃষ্ণ পরমহংস হয়ে ওঠার জার্নি দেখবেন দর্শক।
রামকৃষ্ণ তথা গদাধর চট্টোপাধ্যায়ের চরিত্রে অভিনয় রয়েছেন অরিজিৎ সেনগুপ্ত, রামকৃষ্ণের মা চন্দ্রমণি দেবীর চরিত্রে ঋতা দত্ত চক্রবর্তী, রামকৃষ্ণের দাদা রামকুমার চট্টোপাধ্যায়ের চরিত্রে খরাজ মুখার্জি। রামকৃষ্ণের তুতো দাদা রামচাঁদের চরিত্রে রজতাভ দত্ত।
আরও পড়ুনঃ ‘মহাপীঠ তারাপীঠ’-এর নতুন পর্বে মঙ্গলচণ্ডীর অজানা কথা
বছর কুড়ি আগে এই ধারাবাহিকটি সম্প্রচারিত হত অন্য এক চ্যানেলে। এবার তাকে ফিরিয়ে আনল স্টার জলসা। দর্শকের দৌলতে খরাজ মুখার্জি এবং রজতাভ দত্তকে পাবেন বাংলা ধারাবাহিকে। অনেকেরই তাঁদেরকে ধারাবাহিকে দেখার সুযোগ পায়নি। এবার সেই না পাওয়াকেও পাওনা হিসেবে হাজির করছে স্টার জলসা।
ঊনিশ শতকের বাংলাকে আজ থেকে ফের হাতের মুঠোয় পাবেন দর্শক। আজ থেকে প্রতিদিন বিকেল ৪ টেয় ‘শ্রী রামকৃষ্ণ’ দেখুন স্টার জলসায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584