মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
আর মাত্র একদিনের অপেক্ষা। ‘আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জীর’ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে বুধবার এই মহালয়া শুনেই ঘুম ভাঙ্গবে বাঙালির। আর তারপরই টিভির পর্দায় নজর থাকবে সকলের। কারণ বিভিন্ন চ্যানেলে দেখানো হবে মহালয়ার ইতিকথা। বাদ নেই জনপ্রিয় বাংলা চ্যানেল ‘আকাশ আট’ও।
৬ অক্টোবর, বুধবার ভোর ৪ টে ৪৫ মিনিটে আকাশ আটে সম্প্রচারিত হবে ‘মহিষাসুরমর্দিনী’। সেখানে মা দুর্গার রূপে দেখা যাবে অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্যকে। নেপথ্যে মহালয়ার স্তোত্র পাঠ করবেন সৃজন চট্টোপাধ্যায়।
আকাশের এই মহালয়ার অনুষ্ঠানে সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী, দুর্নিবার, গৌরব সরকার, সৌমেন নন্দী এবং তৃষা পালের কণ্ঠে শোনা যাবে আগমনীর গান।
মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানের পর সকাল ৫টা ৩০ মিনিটে সম্প্রচারিত হবে ‘মহালয়া আগমনী’। এদিন গানে গানে মা দুর্গাকে স্বাগত জানাবে আকাশ আট। এই অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন কিংবদন্তী শিল্পী হৈমন্তী শুক্লা ও ইমন চক্রবর্তী।
আরও পড়ুনঃ পুজোয় ফিরে এল ‘দুগ্গা দুগ্গা উৎসব’
অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করবেন সঙ্গীতশিল্পী অভিজিৎ বোস, গৌতম ঘোষাল, রেশমী চক্রবর্তী, দুর্নিবার, গৌরব সরকার, নীহারিকা, রক্তিম, জ্যোতি, আকাশ ভট্টাচার্য, আনন্দি এবং আহিরি। তাঁদের কণ্ঠে শোনা যাবে হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, কিশোর কুমার, রাহুল দেব বর্মন, শচীন দেব বর্মন, সলীল চৌধুরীর মতো কিংবদন্তীদের গান। এছাড়াও এই অনুষ্ঠানে অংশ নেবেন ঢাকি গোকুল চন্দ্র দাস। তাঁর ঢাকের তালে মেতে উঠবেন দর্শকরা।
আরও পড়ুনঃ নতুন চমক নিয়ে আসছে পাভেলের ‘কলকাতা চলন্তিকা’
এখানেই শেষ নয়। দেবী পক্ষে মা দুর্গার আগমনে আকাশ আটে হবে একটি নৃত্যনাট্যও। যেটি পরিচালনা করেছেন সৌরভ চন্দ। এই অনুষ্ঠানে সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন শোভন গঙ্গোপাধ্যায়।
মহালয়া স্পেশ্যাল এই অনুষ্ঠানে যে নৃত্যনাট্যটি পরিবেশিত হবে, তার গ্রন্থনায় থাকবেন সঞ্চালিকা রিনি বিশ্বাস, দেব চৌধুরী, মুনমুন মুখোপাধ্যায় এবং মৌনিতা চট্টোপাধ্যায়। সবমিলিয়ে মহালয়ায় জমজমাট হতে চলেছে আকাশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584