বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
শুক্রবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তরর্গত খড়িবাড়ি ব্লকের ভারত নেপাল সীমান্তে এসএসবির ৪১ নং বেটেলিয়ানের পক্ষ থেকে পানিট্যাঙ্কি আয়োজন করা হল নারীদের জন্য টেলারিং প্রশিক্ষণ শিবির।এদিন উক্ত অনুষ্ঠানের সূচনা করেন এসএসবির আইজি এস বন্দোপাধ্যায়।এছাড়াও এদিন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএসবির একধিক আধিকারিকরা।এই টেলারিং প্রশিক্ষণ শিবিরে প্রায় ৪০ জন মহিলা অংশ গ্রহণ করেন এবং সবশেষে ওই মহিলাদের হাতে একটি করে টেলারিং এর জিনিসপত্র তুলে দেন।
এর পাশাপাশি এসএসবির আধিকারিকরা ভারত নেপাল সীমান্ত এলাকায় ঘুরে ঘুরে দেন।এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসএসবির আইজি এস বন্দোপাধ্যায় বলেন যে “আমাদের এই টেলারিং প্রশিক্ষণ শিবির একমাস ধরে চলবে।এই প্রশিক্ষণের উদ্দেশ্যেই হল সাধারণ ও এসএসবির মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা। আমাদের এই এলাকায় অনেক গরীব মানুষজন রয়েছে। তাই আমরা চাই এই প্রশিক্ষণের মধ্যে দিয়ে যদি সে কিছু অর্থ উপার্জন করতে পারেন। এবং এই সমস্ত প্রশিক্ষণ শিবির সম্পন্ন কেন্দ্রীয় সরকারের স্কীম।”
আরও পড়ুনঃ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তাল ইলামবাজার
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584