উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ স্কুল সার্ভিস কমিশন

0
175

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

দীর্ঘদিন ধরে মামলা ঝুলে থাকায় শিক্ষক সঙ্কট দেখা দিয়েছে রাজ্যের বিদ্যালয়গুলিতে। উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে অবস্থা আরও শোচনীয়। তাই এবার দ্রুত শুনানির আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। বুধবার দুপুর ২ টো ৯ নাগাদ এসএসসি-র ই-মেল করে প্রধান বিচারপতি সচিবালয়ে এই আবেদন করা হয়।

Calcutta highcourt | newsfront.co
ফাইল চিত্র

এসএসসির আইনজীবী জানান, সুনির্দিষ্টভাবে বিচার প্রক্রিয়া শুরু করে দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে। প্রয়োজনে প্রতিদিনই মামলার শুনানি করতে চেয়ে আবেদন জানানো হয়েছে। কিন্তু দ্রুত এই মামলার নিষ্পত্তি না হলে রাজ্যের বিদ্যালয়গুলিতে চূড়ান্ত শিক্ষক সঙ্কট দেখা দিতে পারে।

আরও পড়ুনঃ ২৮ অগাস্ট সম্পূর্ণ লকডাউন প্রত্যাহার করল নবান্ন

তিনি আরও জানান, আইনি জটিলতায় এ পর্যন্ত ১৯৩৪০ শিক্ষক পদে নিয়োগ আটকে রয়েছে। ২০১৬ সালে শূন্যপদ ছিল ১৪৩৩৯ জনের। এখনও পর্যন্ত উচ্চ প্রাথমিক নিয়োগকে ঘিরে ১৯৭৯ পৃথক মামলা বিচারাধীন। নিয়োগ প্রক্রিয়ায় হাইকোর্টের স্থগিতাদেশ থাকায় তা সম্পূর্ণ করা যায়নি। তাই নিয়োগ জট কাটাতে সব মামলার একযোগে দ্রুত শুনানি চেয়ে এসএসসি-র তরফে প্রধান বিচারপতি কাছে আবেদন করা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here