নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ
এসএসসি চাকরিপ্রার্থীদের জেলাশাসক দফতর চত্বর থেকে বের করে দেওয়ার প্রতিবাদে বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবনের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল হবু শিক্ষকরা। এমনকি রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ শুরু করে এসএসসি চাকরিপ্রার্থীরা।
যদিও পরে ডেপুটেশন দেওয়ার পর পুলিশি আশ্বাসে অবস্থান অবরোধ তুলে নেন চাকরিপ্রার্থীরা। প্রসঙ্গত মঙ্গলবার দ্রুত শিক্ষক নিয়োগের দাবিতে জেলা শাসকের কাছে ডেপুটেশন কর্মসূচি ছিল দক্ষিণ দিনাজপুর জেলার এসএসসি চাকরিপ্রার্থীদের। ডেপুটেশন দেওয়ার জন্য জেলাশাসক দফতর চত্বরে গিয়েছিল আন্দোলনকারীরা। অভিযোগ, ওই সময় পুলিশ তাদেরকে বের করে দেয়৷
আরও পড়ুনঃ ফারাক্কায় আবার ভাঙছে গঙ্গা
আরও পড়ুনঃ একাধিক দাবিতে ডোমকল বিডিও -কে ডেপুটেশন দিল সিপিআই(এম)
দ্রুত শিক্ষক নিয়োগের দাবিতে মঙ্গলবার জেলা শাসকের কাছে ডেপুটেশন দিল দক্ষিণ দিনাজপুরের এসএসসি চাকরিপ্রার্থীরা ৷ এদিন সকালে বালুরঘাট হাই স্কুল মাঠ থেকে একটি মিছিল বের করা হয়, মিছিল শেষে জেলা শাসকের কাছে ডেপুটেশন দেন তারা ৷ তাদের দাবি মানা না হলে আগামী দিনে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন হবু শিক্ষকরা ৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584