দাঁতনে এসটি সেলের দ্বিতীয় রাজনৈতিক সম্মেলন

0
94

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

পশ্চিম মেদিনীপুরের দাঁতন ২ ব্লকের এসটি সেলের দ্বিতীয় রাজনৈতিক সম্মেলন অনুষ্ঠিত হলো দাঁতনের কেশরম্ভাতে।মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রিগেড সমাবেশ এবং লোকসভা ভোট কে কেন্দ্র করে রাজনৈতিক সম্মেলন অনুষ্ঠিত হয় দাঁতনে।

ST Cell Political Conference 3
এসটি সেলের রাজনৈতিক সম্মেলন। নিজস্ব চিত্র

উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাপতি অজিত মাইতি,দাঁতন বিধানসভার বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান,জেলা পরিষদের কৃষি কর্মাধক্ষ রমাপ্রসাদ গিরি,এসটি সেলের পশ্চিম মেদিনীপুর জেলার সভাপতি ভদ্র হেমরম,সহ প্রমুখ নেতৃত্ব।এইদিনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন দাঁতন ব্লকের প্রায় পাঁচ শতাধিক অনগ্রসর শ্রেনির মহিলা ও পুরুষেরা।এইদিনের সম্মেলনে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বিজেপি দলের একাধিক সদস্য।

ST Cell Political Conference 2
নিজস্ব চিত্র

তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের জেলা সভাপতি আজিত মাইতি।তিনি বলেন পূর্বের তিরিশ বছর বামফ্রন্ট সরকার আদিবাসিদের জন্য কিছু করেন নি।তাদের কাজে লাগিয়ে তাদের কিছুই দেননি।সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মন্ত্রীত্বের ৭ বছরে প্রত্যন্ত গ্রামাঞ্চলে কোল ভিল মুন্ডা,অাদিবাসী সম্প্রাদয়ের জন্য ব্যপক সহায়তা করেছেন।দাঁতন বিধানসভার বিধায়ক বিক্রম প্রধান বলেন-“মানুষ মাত্র কয়েকদিনে বিজেপি যে দুষ্চরিত্র তা বুঝে গেছেন।

ST Cell Political Conference 4
যোগদান করা কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হচ্ছে। নিজস্ব চিত্র

বিজেপি কিংবা ফ্রন্ট সকলে ভাবুন কোন পথ বেছে নেবেন।আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক ব্রিগেড সমাবেশে যোগদান করুন।আমি ট্রেনে আপনাদের নিয়ে যাব।”
বিজেপি থেকে তৃণমূলে আগত কর্মীদের স্বাগত জানিয়ে এদিনের রাজনৈতিক সম্মেলন শেষ হয়।

আরও পড়ুনঃ নারায়ণগড় ব্লকে আপনার দুয়ারে প্রশাসন অনুষ্ঠানের আয়োজন

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here