ওয়েবডেস্কঃ-দক্ষিণ আফ্রিকার ডারবানের কাছাকাছি এক মসজিদে সশস্ত্র হামলায় মসজিদের ইমামের মৃত্যু হয়েছে বলে সংবাদ সংস্থা এএফপি ও রয়টার্স সূত্রে জানা গেছে। এই ঘটনায় আহত হন আরো দুজন।
ছুরি দিয়ে তাদের গলা, পেট ও হাঁটুতে আঘাত করা হয়েছে বলে দক্ষিণ আফ্রিকার জরুরি বিভাগের কর্মকর্তারা বৃহস্পতিবার জানিয়েছেন। জোহরের(দুপুরের) নামাজ পড়ে বের হওয়ার পর তিন ব্যক্তি বন্দুক ও ছুরি নিয়ে মসজিদে ঢুকে হামলা চালায়।
এর পর তারা পেট্রল বোমার বিস্ফোরণ ঘটালে মসজিদটিতে আগুন ধরে যায়। অগ্নিকাণ্ডের পর জানালা দিয়ে ঝাপিয়ে পড়েও এক ব্যক্তি আহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে ভেরুলাম শহরের ইমাম হোসাইন মসজিদে হামলা করার পর হামলাকারীরা গাড়িতে করে পালিয়ে যায়। পুলিশের মুখপাত্র নাকবাল গোওলা এক বিবৃতিতে বলেন, হামলার উদ্দেশ্য জানা যায়নি। তারা তিনটি হত্যাচেষ্টা ও অগ্নিসংযোগের অভিযোগে তদন্ত করছেন।
দক্ষিণ আফ্রিকায় এ ধরনের নৃশংস হামলা নজিরবিহীন বলে মনে করছেন পর্যবেক্ষক মহল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584