নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
আগামী বিধানসভা নির্বাচনে প্রচারের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াকে বেশি গুরুত্ব দিচ্ছে তৃণমূল। কালচিনিতে তৃণমূলের কর্মী সম্মেলনে এসে একথা জানালেন তৃণমূলের আলিপুরদুয়ার জেলা সভাপতি মৃদুল গোস্বামী। বিধানসভা ভোটকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস।
শনিবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কালচিনির একটি ভবনে আয়োজিত হল তৃণমূলের কালচিনি বিধানসভা কর্মী সম্মেলন। এদিনের কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের আলিপুরদুয়ার জেলা সভাপতি মৃদুল গোস্বামী, তৃণমূলের আলিপুরদুয়ার জেলা কো – অর্ডিনেটর পাসাং লামা সহ দলীয় নেতৃত্ব।
আরও পড়ুনঃ দক্ষিণ দিনাজপুরে বাড়ল ই-রিক্সা রেজিস্ট্রেশনের সময়সীমা
এদিনের কর্মী সম্মেলনে কালচিনি বিধানসভার বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের কয়েক হাজার কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। এদিনের কর্মী সম্মেলনে, আগামী বিধানসভার ভোটকে লক্ষ্য করে কর্মীদের মানুষের বাড়ি বাড়ি যাওয়া ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার চালিয়ে যাবার জন্য নির্দেশ দেন তৃণমূলের নেতৃত্বরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584