ফের আন্দোলনের হুঁশিয়ারি চা শ্রমিকদের

0
66

গীতাশ্রী মুখোপাধ্যায়, জলপাইগুড়িঃ

staff joint committee | newsfront.co
নিজস্ব চিত্র

২০ জানুয়ারি চা বাগানের স্টাফ ও সাব স্টাফদের ১৫ শতাংশ মজুরি বৃদ্ধি করা হয়েছে। এতে খুশি নয় চা বাগানের স্টাফ ও সাব স্টাফরা। গত ১১ ফেব্রুয়ারি স্টাফ ও সাব স্টাফদের মজুরি নিয়ে ফের বৈঠক ডাকার কথা বলা হলেও তা হয়নি।

পুরোনো বেতন চুক্তি কার্যকর করা, স্টাফ ও সাব স্টাফদের অবসরের বয়স ৬০ বছর করা সহ যাবতীয় দাবির ভিত্তিতে ফের আন্দোলনের কথা ঘোষণা করল স্টাফ ও সাব স্টাফ জয়েন্ট কমিটি। এদিন জয়েন্ট কমিটির তরফে চালসায় একটি সভা করা হয়। সভার পর দাবির ভিত্তিতে আন্দোলনের কথা ঘোষণা করা হয়। সংগঠনের কনভেনার আশিস কুমার বসু বলেন, ‘আমরা ১৫ শতাংশ মজুরি বৃদ্ধিতে খুশি নই।

আরও পড়ুনঃ বিজেপির রথযাত্রার পাল্টা তৃণমূলের শুদ্ধিকরণ কর্মসূচি ফাঁসিদেওয়ায়

শ্রমমন্ত্রী ১১ ফেব্রুয়ারি ফের বৈঠক ডাকার কথা বললেও আর কোনো বৈঠক হয়নি। তার প্রতিবাদে আগামী ২ মার্চ আমরা সংগঠনের তরফে শিলিগুড়ি অ্যাডিশনাল লেবার কমিশনারের অফিসে গিয়ে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করব। আগামী ৮, ৯ ও ১০ মার্চ তরাই, ডুয়ার্স ও পাহাড়ের চা বাগানগুলোতে স্টাফ ও সাব স্টাফরা ৩ ঘন্টা করে কর্মবিরতি পালন করবে। সকাল ৭-১০টা পর্যন্ত চলবে ওই কর্মবিরতি। এরপরেও যদি মালিকপক্ষ ও সরকার কোনো ব্যবস্থা না নেয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামব।’ এদিনের সভায় তরাই ও ডুয়ার্সের বিভিন্ন চা বাগানের স্টাফ ও সাব স্টাফরা উপস্থিত ছিলেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here