মনিরুল হক, কোচবিহারঃ
তৃণমূলের সভায় বেফাঁস মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করলেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। শনিবার দিনহাটার নিগমনগর হাইস্কুলের মাঠে তৃণমূলের এক কর্মীসভার আয়োজন করা হয়। সেই সভায় যোগ দিয়েছিলেন বিধায়ক উদয়ন গুহ।
সেখানে তিনি বলেন, ‘অনেক খেয়েছেন, ভবিষ্যতেও খেতে পারবেন। ৬ মাস যদি না খান তবে পরবর্তীতে খাবার অনেক সুযোগ পাবেন’।জানা গিয়েছে, নিগমনগর হাইস্কুলের মাঠে সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে কার্যত দলের পঞ্চায়েত এবং প্রধানদের সতর্ক করে দেন বিধায়ক। তাদের সতর্ক করে বিধায়ক উদয়ন গুহ বলেন, “অনেক খেয়েছেন, ভবিষ্যতেও খাবেন, ৬ মাস যদি না খান পরবর্তী কালে খাবার সুযোগ পাবেন, এখন যদি খান মানুষ পরবর্তীকালে খাবার সুযোগ দেবে না।” স্বাভাবিকভাবে বিধায়কের এই মন্তব্য ভাইরাল হওয়ায় অস্বস্তিতে পড়েছে কোচবিহার জেলা তৃণমূল।
আরও পড়ুনঃ ব্যাংক জালিয়াতির অভিযোগে গ্রেফতার অর্জুন সিংয়ের ভাইপো
এদিকে বিধায়কের এই মন্তব্যকে হাতিয়ার করে মাঠে নেমে পড়েছে গেরুয়া শিবির। এই মন্তব্যকে কটাক্ষ করেছেন জেলা বিজেপির সভানেত্রী মালতি রাভা। তিনি বলেন, “এখানে বিধায়ক স্পষ্ট করে দিয়েছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছেন।
আরও পড়ুনঃ পুজোর পরেই করোনার সুনামি! মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে সতর্কবাতা চিকিৎসকদের
বিধানসভা নির্বাচনের আগে তারা দুর্নীতি করলে সাধারণ মানুষ কখনও পাশে থাকবে না। তাই গ্রামবাসীদের ভাওতা দিয়ে ৬ মাস কাজ করে পরের ৫ বছর লুটের পরিকল্পনা করেছে। এটা কখনই হবে না। মানুষ সব বোঝে। তার যোগ্য জবাব এবার নির্বাচনে তৃণমূল পাবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584