রিপোর্টে ভুল হলে দিতে হবে সম্পূর্ণ মূল্য ফেরত, নির্দেশ স্বাস্থ্য কমিশনের

0
80

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

সম্প্রতি বেসরকারি ল্যাবে বহু মানুষের কোভিড রিপোর্ট পজিটিভ এলেও সরকারি ল্যাবে সেই রিপোর্ট নেগেটিভ এসেছে, এমন দেখা গিয়েছে। এছাড়া বেসরকারি প্যাথলজিক্যাল ল্যাবের ভুল রিপোর্টের ফলে বহু মানুষের ভুল চিকিৎসা, এমনকী মৃত্যুরও ঘটনা ঘটেছে। সেই কারণে এবার এই বিষয়ে আরও একটু কড়া হল স্বাস্থ্য কমিশন।

kolkata | newsfront.co
ফাইল চিত্র

ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এসট্যাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন বা স্বাস্থ্য কমিশনের তরফে এই নিয়ে বেশ কয়েকটি কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। বলা হয়েছে, ল্যাবরেটরি বা প্যাথলজিক্যাল সেন্টারের ভুল রিপোর্টের জেরে কোনও রোগী যদি শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হন বা কোনও শারীরিক পরীক্ষা করানোর সময় যদি রোগী আঘাত পায়, তা হলে তার সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে সংশ্লিষ্ট প্যাথলজিক্যাল ল্যাবরেটরিকেই।

আরও পড়ুনঃ ‘পাগড়ি বলেই খুলে নিয়েছে, গোল টুপি হলে খুলতে পারত’ – বিতর্কিত মন্তব্য দিলীপের

একই সঙ্গে সেই পরীক্ষা করানোর জন্য সম্পূর্ণ গৃহীত অর্থও ২৪ ঘন্টার মধ্যে ফেরত দিতে হবে রোগীকে। প্রত্যেকটি রিপোর্ট যথাযথভাবে যাচাই করে তাতে সরাসরি স্বাক্ষর করতে হবে, ডিজিটাল স্বাক্ষর করা চলবে না।

আরও পড়ুনঃ আগামী বছরের মাধ্যমিক সিলেবাস কমানোর প্রস্তাব জমা স্কুল শিক্ষা দফতরে

স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অসীমকুমার বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌কোনও রিপোর্টে দুই ধরণের ভুল থাকতে পারে। এক, টাইপোগ্রাফিক্যাল এবং দুই, পরীক্ষা সংক্রান্ত ভুল। দেখা গেছে টাইপোগ্রাফিক্যাল ভুল তিন ধরণের হয়। এক, সংখ্যা সংক্রান্ত গন্ডগোল। যেথানে পরীক্ষা ঠিকঠাকভাবে হয়েছে কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর সেই রিপোর্ট লেখার সময় কোনও সংখ্যা টাইপ করতে গিয়ে ভুল করে ফেলেছেন। কোনও রিপোর্টে যদি রোগীর নাম বা কোনও সংখ্যা লেখায় গলদ থাকে এবং সেই ভুল রিপোর্টের ভিত্তিতে চিকিৎসা হলে ক্ষতি হতে পারে। এমন ধরণের ঘটনা ঘটলে তার সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে সংশ্লিষ্ট ল্যাবরেটরি বা প্যাথলজিক্যাল সেন্টারকে।’‌
তিনি এটাও বলেন, সম্পূর্ণ মূল্য ফেরতই নয়, ভুলের ফলে রোগীর ক্ষতি হলে সেই অনুযায়ী প্যাথলজিক্যাল সেন্টারের জরিমানাও নির্দিষ্ট করবে স্বাস্থ্য কমিশন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here