সংক্রমণ রুখতে কুশমন্ডির বিভিন্ন বাজারে কাটা হলো, দূরত্ব রক্ষার গণ্ডি

0
46

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

করোনা সংক্রমণ রুখতে রাজ্য সরকারের নির্দেশের পরেই, প্রশাসনের তরফে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের সমস্ত সবজি বাজার ও মুদিখানার দোকানগুলোর সামনে সামাজিক দূরত্ব বজায় রাখার রেখা অঙ্কন করা হলো।

stand marking | newsfront.co
বাজারে কাটা গণ্ডি। নিজস্ব চিত্র

সারা বিশ্বের পাশাপাশি ভারতবর্ষে ও লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা। আর এই মুহূর্তে সংক্রমণ রোধ করার একমাত্র উপায় সামাজিক দূরত্ব বজায় রাখা। আর সে কথা মাথায় রেখেই কুশমন্ডি ব্লক কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের উদ্যোগে তিন ফিট দূরত্ব বজায় রেখে গণ্ডি তৈরি করা হল, বাজার চত্বর লাগোয়া দোকানগুলোর সামনে।

আরও পড়ুনঃ চলছে লকডাউন, খাবার দিয়ে দুঃস্থদের পাশে দাঁড়াল বিধাননগর থানার পুলিশ

awareness | newsfront.co
জনসাধারনের জন্য সতর্ক বার্তা।নিজস্ব চিত্র

প্রশাসনের এই অত্যন্ত আবশ্যক ভূমিকা পালনে, খুশি এলাকার সাধারণ মানুষও। এ বিষয়ে বাজারে আসা একজন ক্রেতা অনয় কুন্ডু জানান “করোনা ভাইরাস সংক্রমণ রুখতে কুশমন্ডি ব্লক প্রশাসনের পক্ষ থেকে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য,এলাকার বাজার চত্বরে গণ্ডি কেটে দেওয়া হয়েছে। প্রশাসনের এই অত্যন্ত আবশ্যক ভূমিকা গ্রহনকে সাধুবাদ জানাই আমরা।”

distance maintain | newsfront.co
দূরত্ব বজায়। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ লকডাউনে গরীবদের পাশে দাঁড়ালেন ট্রাফিক পুলিশ ও স্বেচ্ছাসেবী সংস্থা- আলো

পাশাপাশি এ বিষয়ে কুশমন্ডি ব্লকের জয়েন্ট বিডিও সোহম চৌধুরী বলেন “এই মুহূর্তে আমরা সকলেই যে কঠিন পরিস্থিতির মাঝে দাঁড়িয়ে আছি। করোনা সংক্রমণ রুখতে এখন একমাত্র উপায় সামাজিক দূরত্ব বজায় রাখা।

stand mark | newsfront.co
জায়গা চিহ্নিত। নিজস্ব চিত্র

আমাদের সকলেরই প্রয়োজন ছাড়া, বাড়ি থেকে বের হওয়া যাবে না। এছাড়াও একে অপরের সাথে সামাজিক দূরত্ব বজায় রাখতে যা যা প্রয়োজন ঠিক সেগুলোই করতে হবে”।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here