নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এর প্রভাবে বিপর্যস্ত পূর্ব মেদিনীপুর। বিস্তীর্ণ এলাকা চলে গিয়েছে জলের তলায়। বহু কাঁচাবাড়ি ক্ষতিগ্রস্ত।চাষের জমিরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেসে গেছে পড়ুয়াদের বইপত্তর। সহজ কথায় বিপন্ন জনজীবন।
এই সঙ্কটময় পরিস্থিতিতে দুর্গতদের পাশে এসে দাঁড়ালেন তারকা দম্পতি নীল ও তৃণা বা ফ্যানেদের তৃনীল। নীল-তৃণা সহ আরও পাঁচজন মিলে খুলে ফেলেছেন নতুন সংস্থা ‘মাই স্কাই ফাউন্ডেশন’।
সম্প্রতি ইনস্টাগ্রামে তৃণা এই সংস্থার ব্যাপারে জানিয়েছেন। এবং আর্তদের জন্য দিয়েছেন হেল্প লাইন নম্বর৷
কেউ সাহায্য করতে চাইলে যাতে এগিয়ে আসতে পারেন তার জন্য দিয়েছেন গুগল পে নম্বর। আপাতত সাতজন বন্ধু মিলেই চলছে এই সংস্থা।
আরও পড়ুনঃ স্টুডিও পাড়ার পথ সারমেয়দের পাশে বিনোদন দুনিয়ার দম্পতি
জানা গিয়েছে নীল এবং তৃণা ছাড়া এই সংস্থার কোনও সদস্যই বিনোদন দুনিয়ার নয়।দুর্গতদের চাল, ডাল এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পাঠাচ্ছেন নীল-তৃণা। এছাড়া যে সমস্ত গ্রামবাসীর বাড়ি ভেঙে গিয়েছে তাঁদের মেরামতির টাকাও পাঠাচ্ছেন তারকা দম্পতি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584