দুই চ্যানেলে ‘কাদম্বিনী’ লড়াই

0
643

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

অবশেষে সব প্রশ্ন আর জল্পনার হলো অবসান। ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যের প্রোমোতেই ধরা দিলেন স্টার জলসার কাদম্বিনী। বাংলার প্রথম মহিলা ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলির জীবনগাঁথা নিয়েই শুরু হতে চলেছে এই নতুন ধারাবাহিক।

Solanki Roy | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

ওদিকে আগেই জানানো হয়েছে এই একই বিষয় নিয়ে জি বাংলাতেও আসছে নতুন এক ধারাবাহিক ‘কাদম্বিনী’। সমস্যা হল দুই চ্যানেলেই চলছিল প্রোমো। জি বাংলা পরিষ্কার জানান দিলেও প্রথমে জানা যায়নি ওই একই নামে স্টার জলসাতেও ঠিক কোন বিষয়ে কাজ হতে চলেছে।

Solanki Roy | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

আরও পড়ুনঃ শিশু নিগ্রহের প্রতিবাদে ‘আমার আর্তনাদ’

অবশেষে জানা গেল একই বিষয় নিয়েই কাজ হচ্ছে স্টার জলসাতেও। কেন এমন এই সাদৃশ্য তা বোঝা মুশকিল। আপাতদৃষ্টিতে এই ঘটনা কাকতালীয় বলেই মনে হচ্ছে।

একই নামে একইসঙ্গে দুই চ্যানেলে তো কোনও ধারাবাহিক চলতে পারে না। তাই স্টার জলসা আসন্ন ‘কাদম্বিনী’ ধারাবাহিকের নাম বদলে রেখেছে ‘প্রথমা কাদম্বিনী’।

‘প্রথমা কাদম্বিনী’তে কাদম্বিনী চরিত্রে দেখা যাবে সোলাঙ্কি রায়কে। বিয়ের পর অভিনেত্রীর ছোটপর্দায় এই প্রথম কামব্যাক। আর ‘কাদম্বিনী’তে মুখ্য চরিত্রে ধরা দেবেন ঊষসী রায়।

সুতরাং লড়াই শুধু চ্যানেলের সঙ্গে চ্যানেলেরই নয়, লড়াই ঊষসী এবং সোলাঙ্কির মধ্যেও আসন্ন। জনপ্রিয়তায় কে কাকে টেক্কা দেয় সেটাই দেখার পালা এবার।একইভাবে বিষয়ের সত্যতা নিয়ে কে কতটা ভাল কাজ করতে পারে সেটাও দেখবেন এবং বিচার করবেন দর্শক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here