নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
মহামারীর কারণে চলতি বছরের দুর্গাপুজো অনেকটাই অন্যরকম। তবে, দর্শকের জন্য সুখবর নিয়ে এল স্টার জলসা।
‘জলসা পুজো বাড়ি’র আয়োজন করতে চলেছে স্টার চ্যানেল। ‘জলসা পুজো বাড়ি’ সরাসরি দর্শককে পুজোর মজা, পুজোর আমেজ দেবে।
দর্শক নিজের বাড়িতে বসে প্রিয়জনদের সঙ্গে বোধন থেকে শুরু করে বিসর্জন পর্যন্ত প্রতিটি অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। শ্রীময়ী, মোহর, জবা, চারু, আর্য সহ এই চ্যানেলের ধারাবাহিকগুলির অন্যান্য চরিত্ররা এবং সেলেব্রিটিরাও অংশ নেবেন এই অনুষ্ঠানে।
আরও পড়ুনঃ সত্যজিতের জন্মশতবর্ষে তারামণ্ডল বেষ্টিত ‘আবার কাঞ্চনজঙ্ঘা’
ষষ্ঠীতে, চ্যানেলটি সকাল ১০ টা ২৫ মিনিটে বোধন। সপ্তমীতে দর্শকরা সকাল ৮ টা ২৫ মিনিটে কলাবউ বরণ, সকাল ১০ টা ২৫ মিনিটে পুষ্পাঞ্জলি এবং সন্ধ্যা ৬ টা থেকে সন্ধ্যারতির অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। অষ্টমীতে, পুষ্পাঞ্জলি সকাল ১০টা ২৫ মিনিটে, সকাল ১১ টায় সন্ধি পূজা এবং সন্ধ্যা ৬ টায় সন্ধ্যারতি। নবমীর পুষ্পাঞ্জলি সকাল ১০ টা ২৫ মিনিটে এবং সন্ধ্যা ৬ টায় সন্ধ্যারতির এক ঝলক দর্শক দেখতে পাবেন। দশমীতে দর্পণ বিসর্জন সকাল ৯ টা ৪০ মিনিটে, এর পরে বিকেল ৪ টেয় সিন্দুর খেলা।
আরও পড়ুনঃ গয়না প্রস্তুতকারী সংস্থার শারদ সুন্দরীর খোঁজ এবার অনলাইনে
অনুষ্ঠান নিয়ে স্টার জলসার মুখপাত্র বলেন- “এই বছর দুর্গাপূজা উপভোগ করার সবচেয়ে নিরাপদ উপায় হল টিভির পর্দার সামনে বসে ‘জলসা পুজো বাড়ি’ উপভোগ করা। এই সময়ে সকলের দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন এবং সামাজিকভাবে দূরত্বের নিয়মাবলী বজায় রেখে ভাইরাসের বিস্তার রোধ করতে তৎপর হওয়া উচিত। এই সত্য মেনেই জলসার এই আয়োজন।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584