হলিউডের স্বর্ণযুগের উজ্জ্বল নক্ষত্র ক্রিক ডগলাসের জীবনাবসান

0
47

ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ

প্রয়াত হলেন হলিউডের স্বর্ণযুগের উজ্জ্বল নক্ষত্র অভিনেতা ক্রিক ডগলাস(১৯১৬-২০২০)। তাঁর পুত্র মাইকেল ডগলাস ইনস্টাগ্রামে লেখেন, “অত্যন্ত দুঃখের সঙ্গে আমি এবং আমার ভাইয়েরা জানাচ্ছি যে ক্রিক ডগলাস ১০৩ বছর বয়সে আমাদের ছেড়ে চলে গেছেন।”

তাঁর সাত দশকের অভিনয় জীবনে অভিনয় করা ৯০ এর বেশি ছবির মধ্যে ‘স্পার্টাকাস’ ‘দ্যা ভিকিংস’ তাকে ১৯৫০ ও ৬০ এর দশকে তাকে বক্স অফিস নক্ষত্র করে তোলে ।

ছবি সৌজন্যেঃ এএফপি ও টুইটার

তিনি একদিকে যেমন ছিলেন অভিনেতা তেমনই পরিচালক এবং লেখক।তাঁর অভিনিত ‘চ্যাম্পিয়ন'(১৯৪৯), ‘দ্যা ব্যাড অ্যান্ড দ্যা বিউটিফুল'(১৯৫২), ও ‘ লাস্ট ফর লাইফ'(১৯৫৬) ছবির জন্য তিনি অস্কারের জন্য মনোনীত হন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here