শ্যামল রায়,নদীয়াঃ
মঙ্গলবার পলতার শান্তিনগরে সমতা কো-অপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাঙ্কের এটিএম পরিষেবা চালু হলো।এটিএম পরিষেবা সূচনা লগ্নে অনুষ্ঠিত হলো এক মনোজ্ঞ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সুনীল সিং এছাড়াও উপস্থিত ছিলেন এভারেস্টজয়ী দেবাশীষ বিশ্বাস,ব্যাঙ্কের চেয়ারম্যান সৌরভ বিশ্বাস,ব্যাঙ্কের ম্যানেজার অরুণ বিশ্বাস।এছাড়াও ব্যাংকের অন্যতম কর্ণধার দেবাশীষ ভট্টাচার্য্য।এই ব্যাঙ্কের এটিএম পরিষেবা চালু করতে গিয়ে উপস্থিত ব্যাঙ্কের চেয়ারম্যান সৌরভ বিশ্বাস জানিয়েছেন যে,দীর্ঘ ২৪ বছর ধরে এই ব্যাঙ্ক নানান ধরনের পরিষেবা দিয়ে যাচ্ছে গ্রাহকদের মধ্যে যথেষ্ট সুনামের সঙ্গে এই ব্যাঙ্কটি পরিচালিত হচ্ছে।জানা গিয়েছে যে মাত্র ৩৮ লক্ষ মূলধন নিয়ে এই ব্যাঙ্কটি যাত্রাপথ শুরু করেছিল, আজ সেই ব্যাঙ্কের মূলধন দাঁড়িয়েছে প্রায় দেড় কোটি টাকার উপর।আরো জানা গিয়েছে যে ব্যাঙ্কের ইতিমধ্যে সদস্য সংখ্যা ১৭ হাজার এবং গ্রাহক সংখ্যা রয়েছে ৪৭ হাজার।ব্যাঙ্কের ম্যানেজার অরুণ কুমার বিশ্বাস জানিয়েছেন যে পিছিয়ে পড়া মানুষের কল্যাণের জন্য এই ব্যাঙ্কটি যাত্রা শুরু করেছিল, আজ সর্বস্তরের সাধারণ মানুষ এই ব্যাঙ্কের পরিষেবা পেয়ে যাচ্ছেন।তফসিলি জাতি এবং উপজাতিদের উন্নতিকল্পে এই ব্যাঙ্ক অনুমোদন পেলেও আজ সমস্ত ধরনের মানুষ ব্যাঙ্ক থেকে পরিষেবা পেয়ে স্বাবলম্বী হচ্ছেন বলেও জানা গিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছ থেকে।আরো জানা গিয়েছে যে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকারের সমবায় দপ্তর থেকে এই ব্যাঙ্ক শ্রেষ্ঠত্বের স্বীকৃতি লাভ করে ফেলেছে।
আরও পড়ুনঃ বিশ্ব জল দিবস উপলক্ষ্যে আলোচনা শিবিরের আয়োজন
স্থানীয় বিধায়ক সুনীল সিং জানিয়েছেন যে, ‘ব্যাঙ্ক ইতিমধ্যেই পিছিয়ে পড়া মানুষদের সমতা দেওয়ার জন্য সুনামের সাথে তারা কাজ করে যাচ্ছে, এটা প্রশংসার দাবি রাখে।আগামী দিন এই ব্যাংক আরো আরো যথেষ্ট সুনাম এবং স্বাবলম্বী হয়ে উঠতে পারে তার জন্য আমার শুভেচ্ছা রইল।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584