তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
শনিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপিতা কার্তিক চন্দ্র পাল সাংবাদিক সম্মেলনে কালিয়াগঞ্জ শহরকে যানজট মুক্ত করার কথা জানান।শহরের সৌন্দর্য বৃদ্ধি করবার স্বার্থে টু-লেনের কাজ শুরু করা হচ্ছে।যার জন্য ব্যয় হবে প্রথম অবস্থায় ১৭ কোটি টাকা।যার টেন্ডার প্রক্রিয়ার কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে।আন্তরিকতা ও উন্নয়নের স্বপ্ন যদি প্ৰকৃতই থাকে তাহলে অর্থ কোন সমস্যা হয়না।কালিয়াগঞ্জের পৌর পিতার এই দুই গুণ থাকার ফলে কালিয়াগঞ্জ শহরের উন্নয়নের স্বার্থে কার্তিক পাল রাজ্য সরকারের পূর্ত দপ্তরের মন্ত্রী অরূপ রায়ের কাছে কালিয়াগঞ্জ শহরের মূল রাস্তাটিকে টু-লেন করবার জন্য দরবার করেন।এরপর টাকা বরাদ্দ করে নিয়ে এসে টু- লেনের কাজের টেন্ডারের কাজ শেষ করেন।কালিয়াগঞ্জের পৌর পিতা কার্তিক পাল বলেন তাদের মা মাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কোন উন্নয়নমূলক কাজকে গুরুত্ব দেন।আর সেই কারণেই তার আশীর্বাদেই কালিয়াগঞ্জ শহরকে সাজানোর পরিকল্পনা নেবার কারণেই কালিয়াগঞ্জের উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে।শনিবার কালিয়াগঞ্জ শহরে রীতিমতো ঢাক বাজিয়ে জানান দেন কালিয়াগঞ্জ শহরের প্রনবানন্দ বিদ্যালয় থেকে ধনকোল লেংড়াকালি পর্যন্ত রাস্তা টু লেনের কাজ শুরু হচ্ছে।মাঝে ডি-ভাইডার দিয়ে উন্নত মানের পথ বাতির সাথে ফুলের গাছ লাগিয়ে শহরের সৌন্দর্য আনা হবে বলে জানান।
আরও পড়ুনঃ যানজট মুক্ত করতে নতুন সেতুর এলাকা পরিদর্শন
কালিয়াগঞ্জ শহরের পৌর পিতা কার্তিক পালের প্রতিশ্রুতি অনুযায়ী ইতিমধ্যেই শহরে ৫০টি হাইম্যাক্স আলো বসানোর কাজ দ্রুত গতিতে চলছে।বেশ কিছু কাজ ইতিমধ্যেই শেষ হয়ে সেখানে উজ্বল আলোতে এলাকা আলোকিত হয়েছে।শনিবার পৌর সভার পক্ষ থেকে ঢাকি ঢাক পিটিয়ে প্রনবানন্দ বিদ্যালয় থেকে ধনকোল লেংড়া কালি মন্দির পর্যন্ত এলাকার বাসিন্দাদের জানিয়ে দেয় শহরে টু লেনের কাজ শুরু হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584