নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নের জন্য আইআইটি খড়গপুরে যাত্রা শুরু করলো ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অ্যান্ড ইনোভেশন ইউনিট। আজ আইআইটি পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের কেন্দ্রীয় সরকারের ভারী শিল্প মন্ত্রকের অর্থানুকূল্যে এই কাজের জন্য ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভারত সরকারের ভারী শিল্প ও সার্বজনীক উদ্যোগ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী বাবুল সুপ্রিয়।উপস্থিত ছিলেন আইআইটি খড়গপুরের অধিকর্তা পার্থ প্রতিম চক্রবর্তী ও অন্যান্য অধ্যাপক সহ ভারতের বিশিষ্ট শিল্পসংস্থার প্রতিনিধিরা।মন্ত্রী জানান এই প্রকল্পের জন্য মোট খরচ ধরা হয়েছে প্রায় ৬৫ কোটি টাকা,যার মধ্যে প্রায় ৪৭ কোটি টাকা ইতিমধ্যে বরাদ্দ করা হয়েছে।
আরও পড়ুনঃ বিশ্ব ক্যানসার দিবসে দুঃস্থ আক্রান্তদের পাশে সমাজসেবী সংস্থা
আইআইটি খড়গপুরের অধিকর্তা জানান,উৎপাদন শিল্পে ভারতের প্রথম সারির শিল্প সংস্থা যেমন টাটা স্টিল, টাটা মোটরস, টিসিএস প্রভৃতি সংস্থা গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে এই সেন্টারে বড় ভূমিকা পালন করবে।একই সঙ্গে এই সেন্টার ভারত সরকারের মেক ইন ইন্ডিয়া কর্মসূচি বাস্তবায়নে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অভিনব ভূমিকা পালন করবে বলেও আশা ব্যক্ত করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584