কাটোয়া ও পূর্বস্থলীতে কার্তিক লড়াই এর সূচনা

0
159

শ্যামল রায়,কাটোয়াঃ

কাটোয়া শহরের বড় উৎসব কার্তিক লড়াই।
আর এই কার্তিক লড়াই ঘিরে জোরকদমে একে অপরকে টেক্কা দিতে তৈরি পুজো উদ্যোক্তারা। তবে কার্তিক লড়াইয়ের বড় থিম থাকা কার্তিক। থাকে থাকে কার্তিক বসিয়ে কার্তিক লড়াইয়ের ঐতিহ্য আজও বজায় রয়েছে শহরজুড়ে।
ছোট-বড় মিলিয়ে শহরজুড়ে শতাধিক কার্তিক পূজা অনুষ্ঠিত হয়ে থাকে।কাটোয়া শহরের ইতিমধ্যে বড় বড় মন্ডপ এবং আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে।কার্তিক লড়াইতেও থিমের রমরমা কারবার চোখে পড়ল।কখনো বিদ্যাসাগরের বর্ণপরিচয় থেকে শুরু করে সোনার মন্দির ইসকনের আদলে তৈরি হয়েছে মন্ডপ। রেনবো ক্লাব রেঁনেসা ক্লাব ইউনস্টার প্রভৃতি পুজো কমিটির উদ্যোক্তারা জানিয়েছেন যে এখানকার শোভাযাত্রা ঘিরে দর্শনার্থীদের বনে প্রবল উৎসাহ উদ্দীপনা থাকে।শোভা যাত্রা দেখতে লক্ষাধিক লোকের ভিড় হয় কাটোয়া শহরে। তাই কাটোয়া শহরের বাসস্ট্যান্ডের পুজো কমিটি চৌরাস্তা মোরের পুজো কমিটি সার্কাস ময়দান কোটপাড়া মাধবি তলা প্রভৃতি এলাকায় পুজো উদ্যোক্তারা কার্তিক লড়াই ঘিরে নানান ধরনের কর্মকাণ্ড শুরু করে দিয়েছে সন্ধ্যায় হবে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ একাধিক বৈচিত্রময় অনুষ্ঠান।শুক্রবার বিকেল থেকেই কাটোয়া শহরে দর্শনার্থীদের ভিড় চোখে পড়েছে সেই সাথে আত্মীয়স্বজনেরও ভিড় চোখে পড়ল প্রতিটি বাড়িতে।অন্যদিকে কাটোয়ার কার্তিক লড়াই সুসম্পন্ন করতে পুলিশ প্রশাসনের তরফ থেকেও নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে শহর।স্থানীয় বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো কিন্তু কাটোয়া বাসীর কাছে কার্তিক লড়াই যেন শ্রেষ্ঠ উৎসব এর আকার ধারণ করে।প্রতিটি শহরবাসী এই কার্তিক লড়াই এর জন্য অপেক্ষা করে থাকে তাই সকলেই আনন্দে উল্লাসে মেতে ওঠেন কার্তিক লড়াই কে ঘিরে।অন্যদিকে পূর্বস্থলীতে ও কার্তিক লড়াই কে ঘিরে জমে উঠেছে এলাকা।পূর্বস্থলী থানার মাঠের কার্তিক লড়াই ভারতমাতা কার্তিক লড়াই স্টেশন বাজার কার্তিক লড়াই সহ দেড় শতাধিক কার্তিক পূজা অনুষ্ঠিত হয়ে থাকে এলাকাতে। পূর্বস্থলী থানা এলাকার মধ্যে পূর্বস্থলী রেল স্টেশন বাজার চুপি  কাষ্ঠ শালী লক্ষ্মীপুর পলাশ পুলি প্রভৃতি এলাকা তে কার্তিক লড়াই অনুষ্ঠিত হয়।মহাপ্রভু চৈতন্য দেবের সময়কাল থেকেই এই কার্তিক লড়াই অনুষ্ঠিত হয়ে আসছে কাটোয়া শহর এবং তৎসংলগ্ন এলাকা পূর্বস্থলীতে।পূর্বস্থলী রেল স্টেশন সংলগ্ন কার্তিক লড়াই হলেও কালীর মূর্তি চোখে পড়ে। কার্তিক লড়াই শুধু কার্তিক ঘিরে নয় এখানে একাধিক মূর্তি চোখে পড়ে যদিও কার্তিক এর প্রাধান্য টা বেশি।এক কথায় কার্তিক পুজো অনুষ্ঠিত হলেও কার্তিক লড়াই নামে খ্যাত। পূর্বস্থলী থানা সূত্রে জানা গিয়েছে যে পূর্বস্থলী থানা এলাকার মধ্যে কার্তিক পুজো ঘিরে শান্তি বিঘ্নিত না হয় তার জন্য বিভিন্ন জনবহুল এলাকায় সাদা পোশাকের পুলিশ যেমন থাকবে তেমনি প্রচুর পুলিশ মোতায়েন করা হবে।তাই আজ থেকেই শুরু হয়ে গেল কার্তিক পুজো সন্ধ্যায় মানুষের ঢল নামবে বিভিন্ন পূজা মণ্ডপে।

আরও পড়ুনঃ নদীয়া জেলায় জগদ্ধাত্রী পুজোয় মানুষের ঢল

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here