শক্তিরূপের আরাধনার পর শুরু ভাগ্যদেবীর আরাধনা

0
101

শ্যামল রায়,নদীয়াঃ

বাঙালির শ্রেষ্ঠ দূর্গা উৎসব শেষ হতে না হতেই শুরু হয়ে গেছে লক্ষ্মী পুজোর উন্মদনা।আজ লক্ষ্মীপূজো।নদীয়া জেলার শান্তিপুর এর দোগাছি গ্রামে ছোট বড় মিলিয়ে কুড়িটি বারোয়ারি লক্ষ্মী পূজা অনুষ্ঠিত হচ্ছে।এই লক্ষ্মী পুজো ঘিরে এলাকার বাসিন্দাদের মধ্যে প্রবল উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে।তবে প্রতি বছরের মত এবছরেও এই লক্ষ্মী পুজো ঘিরে প্রধান আকর্ষণ কার্নিভাল।কার্নিভালে এলাকার সমস্ত পুজো গুলি অংশগ্রহণ করে থাকে।সম্মিলিত ভাবে পুজো কমিটির উদ্যোক্তাদের নিয়ে কমিটি কার্নিভালে অংশগ্রহণকারী পুজো গুলির কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী কে পুরস্কৃত করা হয় অর্থ এবং স্মারক এর মধ্যে দিয়ে।তাই লক্ষ্মী পুজো ঘিরে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে গ্রামের প্রতিটি বাড়িতে।গত কয়েকদিন ধরেই দূর-দূরান্ত থেকে আত্মীয়-স্বজনরা এসে ভিড় করেছে।
বুধবার সকাল থেকেই পুজো মন্ডবে শুরু হয়ে গিয়েছে মহিলাদের ভিড়।সমস্ত রকম পুজো উপলক্ষে ফলমূলের অগ্নিমূল্য হলেও থেমে নেই পুজো উদ্যোক্তারা।তবে নদীয়া জেলার সর্বত্র লক্ষ্মী পুজোর বাড়বাড়ন্ত থাকলেও এই ধরনের বারোয়ারি পুজো লক্ষ্মী ঠাকুর কে আরধনা জেলার ক্ষেত্রে কম দেখা গিয়েছে।প্রতিটি বাঙালি পরিবার এই লক্ষ্মীপূজো রমরমা কারবার থাকলেও বারোয়ারি লক্ষ্মী পূজা সংখ্যা জেলায় খুব কম চোখে পড়ছে।তাই শান্তিপুরের দোগাছি গ্রামে নেই নেই করে কুড়িটি সার্বজনীন লক্ষ্মী পুজো ঘিরে বড় বড় মন্ডপ যেমন চোখে পড়ছে তেমনি এলাকার বাসিন্দাদের মধ্যে দুর্গ পুজোর মত উৎসবে মিলিত হচ্ছেন আজ।প্রতিটি মন্ডপ যেমন দেখতে সুন্দর হয়েছে তেমনি আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে পুজো মণ্ডপ গুলি।এরমধ্যে উল্লেখযোগ্য দোগাছি গ্রাম এর নতুন পাড়া ভারতমাতা পঞ্চায়েত সমিতির পাড়া এলাকা আমরা সবাই সূর্যোদয় প্রভৃতি পুজো কমিটিগুলির রয়েছে।পুজো শেষে পরের দিন বিসর্জনের পালা আর এই বিসর্জনকে কেন্দ্র করেই কার্নিভালের আয়োজন করে থাকে পুজো কমিটির উদ্যোক্তারা।দোগাছি সোসাইটির মাঠে কার্নিভাল টি অনুষ্ঠিত হয়।তাই লক্ষ্মী পুজো ঘিরে প্রবল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য নিয়ে শান্তিপুরের দোগাছি গ্রামে। হবে কার্নিভাল।

আরও পড়ুনঃ বাজেট আঁটোসাঁটো করে লক্ষ্মী পুজোর প্রস্তুতি

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here