মনিরুল হক,কোচবিহারঃ

দীর্ঘদিনের দাবি মেনে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরেরে অর্থানুকূল্যে কোচবিহার শহর সংলগ্ন টাকাগছ-রাজারহাট গ্রাম পঞ্চায়েতের খোড়াবই(মরা তোর্সা) নদীর উপর সেতুর কাজ শুরু হলো বৃহস্পতিবার।১ কোটি ৫৬ লক্ষ ৪৩ হাজার টাকা ব্যায়ে খোড়াবই নদীর উপর সেতু নির্মাণের জন্য বরাদ্দ হয়েছে।এলাকার মানুষদের দীর্ঘ দিনের দাবি মেনে সেতু নির্মাণের কাজ শুরু হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা।এদিন ওই সেতুর কাজের আনুষ্ঠানিক সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক কৌশিক সাহা, জেলা পরিষদ সদস্য বরুণ দত্ত,পরিমল বর্মন,কোচবিহার ২ নং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রাধারানি বর্মন,টাকাগছ-রাজারহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান মিনা সিনহা সহ আরও অনেকে।
আরও পড়ুনঃ জঙ্গলমহল ও সৈকত কাপ খেলার বিজয়ীদের পুরস্কার বিতরণ

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন,খোড়াবই(মরা তোর্সা) নদীর উপর সেতুর দাবি দীর্ঘ দিনের।আগের বাম সরকার এই এলাকার মানুষের সমস্যা নিরসনে কোন উদ্যোগ নেয়নি।এই এলাকার মানুষের সমস্যার সমাধানে মা মাটি মানুষের সরকার উদ্যোগী হয়েছে সেতু তৈরি করার জন্য।খোড়াবই নদীতে সেতু তৈরির জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দফতর থেকে ১ কোটি ৫৬ লক্ষ ৪৩ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।আজ এই সেতুর নির্মাণ কাজের সূচনা হল।এই সেতু নির্মাণের ফলে টাকাগছ-রাজারহাট গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষদের খাগড়াবাড়ির সাথে যোগাযোগ আরও সহজ হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584