বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে চলতি শিক্ষাবর্ষ থেকে চালু হচ্ছে এম ফার্মা,ফুড টেকনোলজি কোর্স।
এদিন সাংবাদিক বৈঠক করে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.সুবিরেশ ভট্টাচার্য এই নতুন কোর্সগুলি চালুর কথা জানান।তিনি আরও বলেন যে,এম ফার্মায় দশজন অধ্যাপক থাকছেন এবং ফুড টেকনোলজিতে থাকছেন দুজন।অপরদিকে এম ফার্মায় ১৮ জন ও ফুড টেকনোলজিতে ২৪ জন ভর্তি হতে পারবেন।
প্রথম বর্ষর দেখা যাক কতজন পড়ুয়া ভর্তি হচ্ছে। তারপর কথা বলে সিট বাড়ানোর কথা বলবো।
আরও পড়ুনঃ অর্থিক প্রতিবন্ধকতায় আটকে যাচ্ছে বিপাশার আইএএস হওয়ার স্বপ্ন
এর পাশাপাশি জানান যে,এম ফার্মা চালু হলে এখানকার পড়ুয়াদের আর বাইরে গিয়ে পড়তে হবে না,বরং এখান থেকেই তারা পড়তে পারবে। এবং আমি আশাবাদী যে এই দুটো কোর্স খোলার জন্য উত্তরবঙ্গের ছেলে মেয়েদের কর্মসংস্থান অনেকটাই বাড়বে। পাশাপাশি আগামী বছর বি ফার্মাও চালুর ভাবনা চিন্তা রয়েছে আমাদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584