মনিরুল হক,কোচবিহারঃ
প্রথম দিন থেকেই কোচবিহার রাসমেলা জমিয়ে তোলার লক্ষ্যে নামছে আয়োজকরা।বুধবার সাংবাদিক সম্মেলন করে এমনই ইঙ্গিত দিলেন রাসমেলার আয়োজক কোচবিহার পুরসভার চেয়ারম্যান ভূষণ সিংহ। ১৫ দিনের ওই রাসমেলা শুরু হবে ২২ নভেম্বর থেকে।প্রত্যেক বছর শুরুর প্রথম সপ্তাহ সেভাবে জমে ওঠে না কিন্তু শেষের দিকে ব্যবসায়ীরা মেলা বাড়ানোর জন্য দাবী তোলেন।আর সেই কারনেই এবার মেলা প্রথম দিন থেকে শুরু করার চেষ্টা করবেন বলে পুরসভার চেয়ারম্যান জানিয়েছেন।
এবার মেলায় বড় আকর্ষণ থাকবে সার্কাস। রাশিয়ান ও আফ্রিকান শিল্পীদের বিভিন্ন অনুষ্ঠানে ভর্তি বড় মাপের সার্কাসে থাকবে বলে জানা গিয়েছে।এছাড়াও মেলার মঞ্চে বলিউড-টলিউডের বিখ্যাত শিল্পীদের দিয়ে নানা অনুষ্ঠান করা হবে।থাকবে বেশ কিছু প্রখ্যাত ব্র্যান্ড।তবে মেলার শুরুর দিকে স্থানীয় শিল্পীদের দিয়ে অনুষ্ঠান করা হবে।পরের দিকে অমিত কুমার, নচিকেতা, অদিতি মুখার্জী, লোপামুদ্রা মিত্র, জবীন গর্গের মত শিল্পীরা অনুষ্ঠান করবেন বলে জানা গিয়েছে।থাকবে নাগরদোলা,বিচিত্রানুষ্ঠান সহ বিনোদনের সমস্ত কিছু।
এবার মেলার মাঠ মাটি দিয়ে উচু করা হয়েছে। সংলগ্ন বেশ কিছু রাস্তার ফুটপাতে বসানো হয়েছে পেপার ব্লক।মেলার জন্য সেই পেপার ব্লক গুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকেও নজর দেবে পুরসভা। মেলাকে প্লাস্টিক মুক্ত রাখার জন্যেও উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে মেলার ভিতরে প্লাস্টিক ক্যারিব্যাগ, প্লাস্টিক বা থার্মোকলের কাপ, বাটি ও থালা ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। মেলার ভিতরে ধূমপান বা নেশা জাতীয় কোন সামগ্রী বিক্রিও ও সেবন নিষিদ্ধ থাকবে বলে এদিন সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে। পুরসভার চেয়ারম্যান বলেন, “উত্তরপূর্ব ভারতে বড় মেলার গুলোর মধ্যে রাসমেলা অন্যতম।এই ঐতিহ্যবাহী মেলা নির্বিঘ্নে করতে পুলিশ ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করবে।পুরসভার পক্ষ থেকে মেলা সুন্দর ভাবে করতে সব রকম ভাবে চেষ্টা করা হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584