শ্যামল রায়,কালনাঃ
বুধবার কালনা ২ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মিলন দেবগড়িয়া জানিয়েছে যে তার এলাকায় যত শৌচাগার রয়েছে তার মধ্যে যেগুলো নষ্ট হয়ে গিয়েছে সেগুলো সংস্কার করার কাজ শুরু করা হলো।তিনি জানিয়েছেন যে তার ব্লকে ৮ টি গ্রাম পঞ্চায়েতে ৮০৬টি শৌচাগার নষ্ট হয়ে গিয়েছে যা ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। সেগুলো সংস্কার করে ফের ব্যবহারের যোগ্য করা হবে বলে তিনি জানান।এছাড়াও তিনি আরো জানিয়েছেন যে বিভিন্ন বিদ্যালয়ের যে শৌচাগার ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে সেগুলো সংস্কার করা হবে এর জন্য বরাদ্দ হয়েছে ২২ লক্ষ টাকা।
আরও পড়ুনঃ কালিয়াগঞ্জে অত্যাধুনিক জন শৌচাগার
এর ফলে বহু গরিব মানুষ ভীষণ ভাবে উপকৃত হবেন এবং পরিবেশ সুস্থ রাখার জন্য সরকারি প্রকল্পের যে উদ্দেশ্য রয়েছে তা নষ্ট হয়ে যাওয়া শৌচাগার গুলো সংস্কার করা হলে ফের পরিবেশ দূষণের হাত থেকে রেহাই পাবে।শৌচাগার সংস্কারের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েত এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584