সুদীপ পাল,বর্ধমানঃ
পশ্চিম বর্ধমানের এলাকায় ১০কিলোমিটার রাস্তা জুড়ে তৈরি হচ্ছে ট্রেকিং রুট। পুজোর সময় এই রুট খুলে দেওয়া হবে বলে বনদপ্তর সূত্রে জানা যায়। কিন্তু কি এমন রয়েছে কাঁকসার এই জঙ্গলে, যে এই জঙ্গলকে বনদপ্তর ট্রাকিং পথ হিসেবে সবার সামনে আনতে চাইছেন। বনদপ্তর সূত্রে জানা যায়, দুর্গাপুর স্টেশন থেকে ২৯ কিলোমিটার দূরে রয়েছে শিবপুর বিট অফিস। এই অফিস থেকেই শুরু হবে ট্রেকিং। পথের প্রাকৃতিক সৌন্দর্য প্রধান আকর্ষনের কারণ হবে বলে মনে করা হচ্ছে।
বর্ধমান ডিভিশনের বনপাল দেবাশীষ শর্মা জানান , ২০১৭ সাল থেকে এই জঙ্গল এলাকা সংরক্ষিত করা আছে। তবে ট্রেকিং এর শর্তও রয়েছে। যেমন- পর্যটকরা একা ট্রাকিং করতে পারবেন না এবং ট্রেকিং চলাকালীন বিধিনিষেধ পর্যটকদের মেনে চলতে হবে। কিন্তু খরচ হিসাবে কত করে নেওয়া হবে, এ প্রসঙ্গে জানা যায়, বনদপ্তর আড়াইশো টাকা করে নেবে এবং এখান থেকে যা আয় হবে তার ষাট শতাংশ ট্রেকিং পথের উন্নয়নের জন্য খরচা করা হবে। জঙ্গলে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, তার সাথে ইতিহাস সমৃদ্ধ কিছু জায়গাও রয়েছে। কিন্তু এই ট্রেকিং পথ কতটা পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারবে তা বলবে ভবিষ্যৎ। তবে আপাতত এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন সবাই।
আরও পড়ুনঃ বাসে চেপে প্রতিমা দর্শনের ব্যবস্থা দক্ষিণবঙ্গে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584