চামুণ্ডাতলার ঐতিহ্যবাহী দৌড়ান কালী পুজোর সূচনা

0
160

নিজস্ব সংবাদদাতা,দক্ষিন দিনাজপুরঃ

Start traditional douran Kali puja
নিজস্ব চিত্র

দক্ষিণ দিনাজপুর জেলার পাড়াতে পাড়াতে ছড়িয়ে আছে ইতিহাস।আর বিভিন্ন ইতিহাসের স্মৃতি আজও বহন করে চলছে এই জেলায় ছড়িয়ে থাকা বিভিন্ন লোকসংস্কৃতি ও লোক উৎসব।তেমনি একটি লোক সংস্কৃতির ঐতিহ্য বহন করে চলেছে বালুরঘাট শহরের চামুণ্ডা তলার চামুণ্ডা পুজো বা দৌড়নো কালীর পুজো।

Start traditional douran Kali puja
নিজস্ব চিত্র

জানা যায়,বাংলাদেশের প্রাচীন নওগাঁ জেলার,আত্রাই উপজেলার পাঁচুপুরে বহু শতাব্দী প্রাচীন এই মা এর পুজো হত।কথিত আছে দেশ ভাগের পর ১৯৪৭ সালে যখন ভক্তরা যখন ভিটেমাটি ত্যাগ করে এই দেশে চলে আসে তখন তখন এই নিম কাঠে তৈরী এই মা কে তারা বাংলাদেশেই আত্রেয়ী নদীর জলে বিসর্জন দিয়ে আসেন কিন্তু মা নিজেই আত্রেই নদীতে ভাসতে ভাসতে বালুরঘাট শিবতলী ঘাটে এসে ওঠেন ও ভক্তদের পুনরায় এই দেশে পুজো চালু করার স্বপ্নাদেশ করেন।সেই আদেশ পেয়ে ভক্তরা আনন্দে দৌড়ে দৌড়ে নিয়ে আসেন বলে এই কালির নাম দৌড়নো কালী।

আরও পড়ুনঃ বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উদযাপন

Start traditional douran Kali puja
নিজস্ব চিত্র

ঐতিহ্য মেনে আজও মুখারুপী এই দেবীকে পুজোরদিন নতুন রঙে রাঙিয়ে বালুরঘাট বঙ্গী এলাকা থেকে দৌড়ে আনা হয় বলে এই কালী।আজও দৌড়নো কালী নামেই খ্যাত।জাগ্রত এই দেবী সম্পুর্ন শাক্ত মতে এবং অব্রাহ্মণ সন্ন্যাসীর দ্বারা। দেবীর সামনে ছাগ বলিরও প্রচলন আছে।এই পুুজো উপলক্ষ্যে মেলারও আয়োজন করা হয়।মেলা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here