নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ
আগামী লোকসভা নির্বাচনে তোমাদেরও ভূমিকা আছে।তোমরা যারা কন্যাশ্রী,সবুজ সাথী পাচ্ছো তারা প্রত্যেকে নিজের এলাকায়,বাড়িতে, বাবা মাকে বলতে হবে উন্নয়নটা যাঁরা আমাদের ছাত্র ছাত্রীদের কাছ পর্যন্ত নিয়ে এসেছেন তাদের হাত শক্তিশালী করতে হবে।মঙ্গলবার বাঁকুড়ার কোতুলপুরের রামডিহা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করতে এসে এভাবেই স্কুল ছাত্র ছাত্রীদের রাজনীতির পাঠ দিলেন এক সময়ের বিতর্কিত সাংসদ কুনাল ঘোষ। সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া এই এলাকার সাংসদ সৌমিত্র খাঁয়ের নাম না করে কুনাল ঘোষ বলেন,যারা ঘন ঘন দল বদলায়, বিধানসভা নির্বাচনে এক দল,লোকসভায় আর এক দল যারা করে তারা ‘মানুষ ভালো হয়না’।তাদের দিকে যবেনা। আমি কোন দল করলে দলের প্রতি ‘অভিমান’হতেই পারে। কিন্তু তোমরা তো বুঝতেই পারছো কি কি সুবিধা তোমরা পাচ্ছো।
নিজের সাংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে ১৮ লক্ষ টাকা ব্যয়ে রামডিহা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনের আগে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে বিষয়টি জানিয়ে এসেছেন বলে জানান।তারপর এই স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকদের উদ্দেশ্যে বলেন,কি করতে পারবো জানিনা। যেকোন প্রয়োজনে তারা যেন তার সঙ্গে যোগাযোগ করেন। এদিন কুনাল ঘোষ নিজেকে সক্রিয় তৃণমূল কর্মী দাবী করে বলেন, তিনি সর্বদাই দলের সঙ্গে আছেন।
আরও পড়ুন: রেষারেষিতে নয়ানজুলিতে যাত্রীবাহী বাস,আহত ১০
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584