নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
আগামী দিনে শিক্ষার অগ্রগতি আরো বাড়িয়ে তুলতে মেদিনীপুর শহরে রাজা নরেন্দ্রলাল খান ওমেন্স কলেজের উদ্যোগে ও ওয়েস্ট বেঙ্গল স্টেট অফ সাইন্স অফ টেকনোলজির আর্থিক সহযোগিতায় সোমবার থেকে একটি একটি সাইন্স ক্যাম্পের আয়োজন করা হয় যা আগামী তিন দিন ধরে চলবে।
যা সোমবার মহা ধুমধামের সঙ্গে সূচনা করা হয়, মূলত সমস্ত ছাত্রীদের সাইন্সের উপর আরও উচ্চতর করার লক্ষ্যেই এই পদক্ষেপ। জানা গেছে পশ্চিম মেদিনীপুর জেলার মোট কয়টি স্কুল থেকে পাঁচজন করে স্টুডেন্ট ও একজন করে শিক্ষক এই যোগদান করেছে।
জানা গেছে, সাইন্স ডিপার্টমেন্টের বিভিন্ন অধ্যক্ষ ধাপে ধাপে বক্তব্যর মধ্য দিয়ে এ বিষয়ে নানা বিষয়ে তুলে ধরার চেষ্টা করবেন। এই দিন এই সাইন্স ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর সুকুমার মন্ডল সহ অন্যান্য অধ্যক্ষবৃন্দ।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584