নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

বছরের প্রথম দিনকে স্বাগত জানাল দুঃস্থ অসহায় মানুষদের পাশে থেকে।পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ের রাসতলা এভারগ্রীন সোসাইটির উদ্যোগে এদিন এলাকার একশজন অসহায় ও দুঃস্থ মানুষদের নিয়ে আয়োজন করা হয় বনভোজনের।অসহায় ও দুঃস্থ মানুষদের সঙ্গে আনন্দে মাতলেন ক্লাবের সদস্যরাও।এই বনভোজনে আনন্দের সাথী হতে উপস্থিত ছিল এলাকার অনেক দুঃস্থ ও অসহায় মানুষ।পাশাপাশি সাতপাটি, পিড়াকাটা, চন্দ্রকোনারোড, ঝিলিমিলি থেকেও উপস্থিত ছিল সাধু, সাধুনী এমন কি পথ ভিক্ষুকও।তাদের সানন্দ যোগদানে গোয়ালতোড় তমালেশ্বরী কালি মন্দিরের তীরে এই অনুষ্ঠান মুখরিত হল গান বাজনাতেও। ঝিলিমিলি থেকে এক অন্ধ পথ ভিক্ষুক গৌতম মন্ডল উপস্থিত ছিল।অন্ধ এই ভিক্ষুকের সুললিত কন্ঠের গানে মন ভরিয়ে দেয় সকলের।দুঃস্থ থেকে ভিক্ষুক,অসহায় থেকে সাধু সকলকে একসাথে মিলিয়ে দিল এদিনের এই বনভোজন।মেনুও ছিল জমকালো।সকালে মুড়ি ঘুগনি,দুপুরে ভাত ডাল আলুপোস্ত সঙ্গে মাংস, চাটনি মিষ্টি ও পাঁপড়। দুপুরের ভোজনের পর অসহায় দুঃস্থ সাধু এবং ভিক্ষুকদের হাতে ক্লাবের সদস্যরা একটি করে শীতের কম্বল তুলে দেয়।ক্লাবের সভাপতি দীপক বিষয় বলেন, আজ বছরের প্রথম দিনে এই সব মানুষদের সঙ্গে কাটাতে পেরে খুবই ভালো লাগছে। আগামী দিনে এই ধরনের অনুষ্ঠান আরও বড়ো আকারে করার পরিকল্পনা রয়েছে। ক্লাবের অন্যতম সদস্য অরুপ মন্ডলের বক্ত্যব, ক্লাবের ক্যাটারিং করে সারা বছর আমাদের যেটুকু রোজগার হয় সেটি আমরা বিভিন্ন সামাজিক কাজে ব্যয় করি।এই ধরনের বনভোজন আমাদের এটা দ্বিতীয় বর্ষ।

আরও পড়ুন: নিরাপত্তার বেষ্টনীতে বর্ষবরণের উচ্ছ্বাস বকখালিতে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584