শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
ঘূর্ণিঝড় আমপান তার তাণ্ডবলীলা দেখিয়ে চলে যাওয়ার ৭২ ঘন্টা পরেও বিপর্যস্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। তাই এবার পরিস্থিতি সামলাতে সেনার সাহায্য চাইল পশ্চিমবঙ্গ সরকার। সাহায্য চাওয়া হল রেল, বন্দর এবং বেসরকারি ক্ষেত্রগুলি থেকেও। শনিবার রাজ্য স্বরাষ্ট্র দফতরের তরফে ট্যুইটে এই কথা জানানো হয়েছে। সেনা সূত্রের খবর, রাজ্যের আবেদনে সাড়া দিয়ে ইতিমধ্যেই গাছ ও রাস্তা পরিষ্কারে শহরে পাঁচটি দল নামিয়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, শনিবার রাজ্য স্বরাষ্ট্র দফতরের তরফ থেকে পরপর তিনটি ট্যুইট করা হয়। টুইটে পশ্চিমবঙ্গ স্বরাষ্ট্র দফতরের তরফে লেখা হয়, ‘পশ্চিমবঙ্গ সরকার সামগ্রিক ভাবে দিন রাত সর্বশক্তি প্রয়োগ করে ন্যূনতম পরিষেবা স্বাভাবিক করতে কাজ করছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে মোতায়েন করা হয়েছে। এই কাজে সাহায্যের জন্য এবার সেনা তলব করা হয়েছে। রেল, বন্দর ও বেসরকারি ক্ষেত্রকে জনবল ও যন্ত্র দিয়ে সাহায্য করতে বলা হয়েছে।’
GOWB mobilizes maximum strength in unified command mode on 24×7basis for immediate restoration of essential infrastructure and services asap. Army support has been called for;NDRF and SDRF teams deployed; Rlys,Port & private sector too requested to supply teams and equipment(1/3)
— HOME DEPARTMENT – GOVT. OF WEST BENGAL (@HomeBengal) May 23, 2020
টুইটে আরও বলা হয়েছে, ‘পানীয় জল ও নিকাশি ব্যবস্থাকে সবার আগে সচল করতে হবে। যে সব জায়গায় পানীয় জল নেই, সেখানে পিএইচই-কে জলের পাউচ সরবরাহ করতে বলা হয়েছে। বিদ্যুতের প্রয়োজন মেটাতে জেনারেটর ভাড়া করা হচ্ছে। বিভিন্ন দফতরের কয়েকশো দল ভেঙে পড়া গাছ কাটতে নামানো হয়েছে। যা বিদ্যুৎ পরিষেবা ফেরানোর প্রথম ধাপ। লকডাউন সত্বেও সিইএসসি এবং ডব্লুএসইডিসিএলকে সর্বোচ্চ লোকবল মোতায়েন করতে বলা হয়েছে। পুলিশকে অতি সতর্ক থাকতে বলা হয়েছে।’
আরও পড়ুনঃ বিদ্যুতের দাবীতে বিক্ষোভ অব্যাহত, ধৈর্য্য ধরার পরামর্শ মুখ্যমন্ত্রীর
সূত্রের খবর, ইতিমধ্যেই রাজ্যের আবেদনের পরে জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের আরও ১০ টি দল পশ্চিমবঙ্গে রওনা হয়েছে। ইতিমধ্যেই রাজ্যে ২৬ টি দল মোতায়েন রয়েছে। অর্থাৎ রাজ্যের ৬ জেলায় এবার ৩৬ টি দল মোতায়েন করা হবে। কিন্তু করোনা এবং আমফানের জোড়া ফলায় বিদ্ধ দ্রুত পরিস্থিতি সামলানো খুব সহজ হবে না, তা ভালভাবেই বুঝতে পারছেন প্রশাসনিক আধিকারিকরা।
সেই কারণেই সেনাবাহিনী-সহ রেল, বন্দর এবং বেসরকারি ক্ষেত্রের সাহায্যও চেয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। আর সেই কাজে আবেদন সাড়া দিয়ে শনিবার সন্ধ্যার মধ্যেই নেমে পড়েছে সেনাবাহিনীর জওয়ানদের ৫ টি দল। জানানো হয়েছে, তারা টালিগঞ্জ, বালিগঞ্জ, রাজারহাট-নিউটাউন, ডায়মন্ড হারবার ও বেহালাতে ৫ টি দলকে নামানো হয়েছে। প্রয়োজনে আরও সেনা জওয়ানদের দল নামানো হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584