রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের বর্ষপূর্তির অনুষ্ঠান রায়গঞ্জ শাখায়

0
68

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

state bank yearly celebration at raiganj branches | newsfront.co
সূচনা।নিজস্ব চিত্র

১৯৪৩ সালে প্রতিষ্ঠিত হলেও উত্তর দিনাজপুরে শাখা প্রতিষ্ঠিত হতে সময় লেগেছে ৬৬ বছর। জেলা সদর রায়গঞ্জে এন এস রোডে বিপাশা আপার্টমেন্টে এই রাষ্ট্রীয় ব্যাংকের শাখা স্থাপিত হয় ২০০৯ সালের ৬ জানুয়ারি।রায়গঞ্জ শাখার উদ্যোগে ৬ জানুয়ারি রবিবার ১১টায় ইউকো ব্যাংকের ৭৬তম প্রতিষ্ঠা বর্ষপূর্তি ও রায়গঞ্জ শাখার ১০ম প্রতিষ্ঠা বর্ষপূর্তি উদযাপন করল ব্যাঙ্ক পরিবার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজার আশিস কুমার,শতাধিক গ্রাহক ও অন্যান্য ব্যাংক কর্মী।
উপস্থিত বিশিষ্টজনদের দ্বারা প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠান শুরু হয়। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী পিয়ালী চক্রবর্তী।দু’ঘন্টা ধরে চলে বিভিন্ন গ্রাহকদের স্মৃতি চারন ও সাংস্কৃতিক পরিবেশনা।
অনুষ্ঠানে বিভিন্ন বক্তাদের বক্তব্য থেকে জানা গেল ইউকো ব্যাংক(পূর্বনাম ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক) ভারতের অন্যতম প্রাচীন ও অগ্রণী বাণিজ্যিক ব্যাংক।১৯৪৩ সালে ৬ জানুয়ারি কলকাতায় এই ব্যাংক প্রতিষ্ঠিত হয়।১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনের সময় বিশিষ্ট শিল্পপতি ঘনশ্যাম দাস বিড়লা ভারতীয় পুঁজি ও ব্যবস্থাপনায় স্থাপিত বাণিজ্যিক ব্যাংকের ধারণায় উদ্বুদ্ধ হয়ে এই ব্যাংক প্রতিষ্ঠা করেন। সেই সময় এই ব্যাংকের নাম ছিল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। ১৯৬৯ সালের ১৯ জুলাই ভারত সরকার অন্য তেরোটি ব্যাংকের সঙ্গে এই ব্যাংকটিরও রাষ্ট্রায়ত্তকরণ করেন। ১৯৮৫ সালে ভারতীয় সংসদে একটি আইন পাস করে ব্যাংকের নাম ইউকো ব্যাংক রাখা হয়।বর্তমানে সারা দেশে ব্যাংকের প্রায় দুই হাজার পরিষেবা কেন্দ্র রয়েছে।সিঙ্গাপুর ও হংকং শহরেও এই ব্যাংকের দুটি শাখা বর্তমান।ইউকো ব্যাংকের স্লোগান হল অনার্স ইওর ট্রাস্ট (Honours Your Trust) “আপনার আস্থাকে সম্মান করে। এদিনের অনুষ্ঠানে ব্যাংকের নানা ধরনের পরিষেবা বিষয়ে আলোকপাত করেন ব্যাংক আধিকারিকগণ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যাংকের আধিকারিক অপূর্ব কুমার ধর।

আরও পড়ুন: কন্যাদায়গ্রস্ত পিতার পাশে সাহায্যের হাত বাড়িয়ে ফজিলাদেবী

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here