শ্যামল রায়,নদীয়াঃ
৪ জানুয়ারি সন্ধ্যায় নদিয়া জেলার চাপড়া থানার মাধবপুর শুরু হলো রাজ্য বাউল মেলা।মেলার উদ্বোধন করেন চাপড়া বিধানসভার বিধায়ক রুকবানুর রহমান।অতিথিদের মধ্যে ছিলেন নদীয়া জেলা পরিষদের সদস্য জেবের শেখ, নূর নাহার শেখ,সময় ঘোষ,সামসুল আলম মণ্ডল, বিশিষ্ট চিকিৎসক ডাঃ সমরজিৎ দাস,ডাঃ উল্লাস গাইন,শিক্ষাবিদ ও চিকিৎসক ডাঃ ভবতোষ ভৌমিক,আইনজীবী অসিত সাহা,বাউল সাধক পরেশ সরকার,বাংলাদেশের বিখ্যাত বাউল টি কে তারিক,বাংলাদেশ শিল্পকলা একাডেমীর চুয়াডাঙ্গা শাখার মহাপরিচালক আব্দুল সালাম তারা,বাংলাদেশের চুয়াডাঙ্গা দৈনিক সংবাদপত্রের যুগ্ম সম্পাদক ও খারুজ্জামাল সেতু,কানাই খ্যাপা বাউল সহ প্রচুর বিশিষ্ট সমাজসেবী,সাহিত্যিক,চিকিৎসকরা।উদ্বোধনী সভায় বিধায়ক রুকবানুর রহমান বলেছেন মাধবপুরের রাজ্য বাউল মেলা নদীয়া জেলার অন্যতম বাউল মেলা।এখানে হবে ধর্মের মহামিলন ক্ষেত্র ,চাপড়ার গৌরব। সাম্প্রতিক সম্প্রতির অন্যতম নির্দশন মাধবপুরে অনুষ্ঠিত রাজ্য বাউল মেলা।ডাঃ ভবতোষ ভৌমিক বলেছেন মানুষের বাউল গানের মাধ্যমে মানুষে মানুষে মহামিলন ঘটে এই মাধবপুরে।ডাঃ সমরজিৎ দাস লালনের সমাজ চেতনার কথা মানুষের তুলে ধরেন।কৃষ্ণনগরের বিশিষ্ট আইনজীবী অসিত সাহা তার বক্তব্যে বলেন বাংলার লোকগীতি বাউল কীর্তন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে লালন ফকিরের ভাবনাকে সাথে করে।রাজ্য বাউল মেলা তার নিদর্শন।মেলায় উল্লেখযোগ্য বাউল শিল্পী দের মধ্যে ছিলেন সত্যরঞ্জন মণ্ডল,কানাই খ্যাপা, অনিতা সরকার,বাংলাদেশের সুবর্ণ শোভা, আব্দুল সালাম,পরেশ সরকার,চারা বাউল,লীনা পাল বসু সহ প্রচুর বাউল শিল্পী বাউল ও লোকগীতি পরিবেশন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া হয়েছে গুণীজন সংবর্ধনা।মেলায় শীতের মধ্যেও প্রচুর জনসমাবেশে ঘটে ।মেলা চলবে ৬ জানুয়ারি পর্যন্ত।এবার মেলায় বাংলাদেশ, আমরিকা, নেপাল থেকে এসেছেন বেশ কিছু খ্যাতিসম্পন্ন বাউল প্রেমীরা।আগামী ২ দিন উপস্থিত থাকবেন বাউল গবেষক, সাহিত্যিক, সাংবাদিক ও প্রচুর বাউল শিল্পী।রাজ্য বাউল মেলার সম্পাদক কুসুম কান্তি বিশ্বাস বলেছেন মানুষের পরম প্রাপ্তির পথ দেখাবে বাউল।মানুষ মানুষের ধর্ম হোক মানবতার নতুন দিশা।মেলার সভাপতি প্রদীপ কুমার সরকার বলেন বাংলার লোকগীতি বাউল মানুষের বিবেকে নতুন পথ দেখাবে।এদিন প্রশাসনিক ব্যবস্থা ছিল খুব ভালো।আগামী দুদিন ধরে চলবে এই মেলা।
আরও পড়ুনঃ উন্নয়নের দাবিতে হাটপাড়া গ্রামের ঐতিহ্যবাহী টেরাকোটা শিল্পীরা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584