শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার পরেই যাতে পুরভোটের বিজ্ঞপ্তি জারি না হয়, তার জন্য নির্বাচন কমিশনের কাছে দরবার করেছিলেন বিজেপি নেতা মুকুল রায়।
তাতে কিছুটা সায় দিয়েছিল রাজ্যও। এবার নির্বাচন কমিশনের তরফ থেকেও মিলল সবুজ সংকেত। কমিশন সূত্রে খবর, দোল এবং হোলি অর্থাৎ বসন্ত উৎসব মিটলেই আগামী বুধবারের পরেই পুরভোটের জন্য বিজ্ঞপ্তি জারি করতে পারে রাজ্য নির্বাচন কমিশন।
জানা গিয়েছে, চলতি মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহেই পুর ভোটের বিজ্ঞপ্তি জারি হতে পারে। পুর ভোটের প্রক্রিয়া কি ভাবে হবে, তা নিয়ে পরিকল্পনা সম্পূর্ণ হয়েছে।
আরও পড়ুনঃ বদলির প্রতিবাদে আন্দোলন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে
ভোটের নির্ঘণ্ট স্থির করতে চলতি সপ্তাহেই মুখ্য সচিব রাজীব সিনহাকে চিঠি দেওয়া হবে।
এর আগেই নির্বাচন কমিশনের তরফে নিয়মমাফিক পুর ও নগরোন্নয়ন মন্ত্রককেও চিঠি দিয়ে ভোটের দিনক্ষণ জানতে চেয়েছে।
এবার মুখ্য সচিবকে চিঠি দিয়ে জানতে চাওয়া হবে , রাজ্য সরকার কবে প্রক্রিয়া সম্পন্ন করতে চায়? সেই মতামত চলে এলেই পুরভোটের বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584