কেন্দ্রীয় কমিশনের সঙ্গে বৈঠকে দ্রুত উপনির্বাচনের পক্ষেই মত রাজ্য নির্বাচনী আধিকারিকদের

0
51

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

বুধবার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে রাজ্যে দ্রুত উপনির্বাচন করার পক্ষেই সায় দিলেন রাজ্য নির্বাচনী আধিকারিকরা। সামনে রয়েছে পুজোর ছুটি ফলে এই সময়ে নির্বাচনের দিন ঘোষণা না করা গেলে সমস্যা। মোট ১৭ টি রাজ্যের ডেপুটি সিইও দের সঙ্গে এদিন বৈঠক করে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। রাজ্যে ৭ কেন্দ্রে বাকি উপনির্বাচন। এর মধ্যে রয়েছে ভবানিপুর কেন্দ্রটি, যেখান থেকে প্রার্থী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Election commission

এদিনের বৈঠকে মূলত যে বিষয়গুলি জানতে চায় কেন্দ্রীয় নির্বাচন কমিশন তা হল, রাজ্যের করোনা পরিস্থিতি ঠিক কেমন? দুর্গা পুজোর ছুটি কবে থেকে? রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে কিনা? আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল যারা ভোটের কাজে যুক্ত থাকবেন তাঁদের সকলের টিকাকরণ হয়েছে কিনা।

সব দিক বিবেচনা করেই রাজ্য নির্বাচনী আধিকারিকেরা জানিয়েছেন এখনই ভোট হলে কোনদিক থেকেই কোন সমস্যা নেই। অক্টোবর মাসের ১০ থেকে ২৪ তারিখ পর্যন্ত কমিশনের দফতরে ছুটি থাকছে। ফলে এখনই দিন ঘোষণা হলে ২৪ দিনের মাথায় ভোট করা সম্ভব।

আরও পড়ুনঃ আগামী ২ সেপ্টেম্বর থেকে বিকেল ৫ টা পর্যন্ত খোলা থাকবে ব্যাঙ্ক, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভবানীপুর কেন্দ্রে প্রার্থী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় তা একরকম নিশ্চিত। এছাড়া জঙ্গীপুর, সামশেরগঞ্জ, খড়দহ, গোসাবা, দিনহাটা ও শান্তিপুর এই মোট ৭ টি আসনে উপনির্বাচন হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here